সাকিবের ব্যাটিং পজিশন নিয়ে বিশেষ পরিকল্পনা
খেলাধুলা ডেস্কঃ বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অঙ্গ সাকিব আল হাসান। টিম ম্যানেজম্যান্টের পরিকল্পনা ও দলের প্রয়োজনে যে কোন পজিশনেই সফলভাবে ব্যাটিং করেছেন সাকিব। তবে আসন্ন বিশ্বকাপে তিনে ব্যাটিং করার ইচ্ছার কথা জানিয়েছেন সাকিব।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলায় সাকিবের ইচ্ছার কথা গণমাধ্যমে জানিয়েছেন।
সাকিবকে নিয়ে বোর্ড সভাপতি বলেছেন, ‘তামিম আর লিটন যদি ওপেন করে তাহলে তিন নম্বরে সাকিব খেলার সম্ভাবনা খুব বেশি। ও ওখানে খেলতে চায়। চারে তো মুশফিক। পাঁচে মিঠুন বা এরকম কেউ একজন। ছয়ে রিয়াদ।’
তবে বিশ্বকাপে এ পজিশনে সাকিব ব্যাটিং করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।