নিজেকে প্রধান অতিথি’র আসনে একটু বেমানান ঠেকছিল
স্টাফ রিপোটারঃ যাত্রাবাড়ী ও কদমতলী এলাকার মাঝামাঝি একটি জায়গায়, বড় একটি পাঠাগার এবং এর পাশাপাশি সেখানে নাটক মঞ্চায়নের ব্যবস্থা থাকতে পারে সেটি আমার চিন্তারও অতীত ছিল!
স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে আবর্তন করে টেলিছবি “অপেক্ষা সূর্যোদয়ের” প্রিমিয়ার ছিল আজ।
এত গুণী মানুষের ভিড়ে নিজেকে প্রধান অতিথি’র আসনে একটু বেমানান ঠেকছিল; তারপরেও পুরো আয়োজনটি উপভোগ করেছি।
অভিনয়শিল্পী প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছেন। বি এম আজাদ ভাই আপনাকে এই টেলিছবিতে সবাই একটু ভিন্নভাবে পাবে নিঃসন্দেহে। শ্রদ্ধেয় ডলি জহুর, ঝুনা চৌধুরীসহ প্রত্যেক অভিনেতা অসাধারণ মুন্সীয়ানা দেখিয়েছেন।
মাত্র দুইদিনে এত চমৎকার একটি প্রজেক্ট নামানো চাট্টিখানি কথা নয়! পরিচালক অনিক ভাইয়ের জন্য শুভকামনা
আপনাদের সকলের জন্য ভালবাসা….
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), ওয়ারী