মার্চ মাসের বিজিবি এক নজর
মোঃ এনায়েত উদ্দিনঃ গত মার্চ মাসের অভিযানে ৪৬ কোটি ৪ লক্ষাধিক টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করে বিজিবি।
সূত্রে জানাজায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৪৬ কোটি ৪ লক্ষ ৬২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃত মাদকের মধ্যে রয়েছে ২,০৮,৪৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯,৫৯৯ বোতল ফেনসিডিল, ২,২৪০ কেজি গাঁজা, ২৭,৯৯৭ বোতল বিদেশী মদ, ৮২,০৬৮ পিস বিভিন্ন প্রকারের উত্তেজক ট্যাবলেট, ৫,২০৭ টি নেশাজাতীয় ইনজেকশন এবং ৪,২১,৭০৭ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট।
এছাড়া আটককৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৯,০১০ টি শাড়ি, ৩,৮৩৬ টি থ্রিপিস/শার্টপিস, ২৯,৯২৮ মিটার থান কাপড়, ১,২৯৭ টি তৈরি পোশাক এবং ৩,০৬৫ সিএফটি কাঠ।
মার্চ মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ০৩টি ম্যাগাজিন, ৩,৩২৯ টি এয়ার গানের গুলি এবং ০৭টি ইলেকট্রনিক ডেটনেটর।
গত মার্চ মাসে বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫৭ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২১৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ৬০৬ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে।