সব

মৌখিক সাতদিন সময় দিলেও স্থানান্তরে অগ্রগতি দেখতে চায়ঃ বিসিক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 3rd April 2016at 7:05 pm
20 Views

13মোঃ শাহ্‌জালাল জুয়েলঃ ট্যানারি শিল্প  মালিকদের মৌখিকভাবে আরো সাতদিন কাঁচা চামড়া হাজারীবাগে ঢুকাতে পারবে বলেও সাতদিনের মধ্যে ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় শিল্প মন্ত্রণালয়ের অধীন থাকা (বিসিক)।

রোববার বিকেলে মতিঝিলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন  (বিসিক) ভবনে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিক চেয়ারম্যান হজরত আলী।

তিনি বলেন, ‘যেহেতু মার্চ মাস চলে গেছে। এর মধ্যে উদ্যোক্তারা নতুন শিল্প নগরীতে যেতে পারেন নি। আমাদেরতো সকলের স্বার্থ দেখতে হবে। তাই আগামী সাতদিন তারা হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকাতে পারবেন। এরমধ্যেও যদি তারা না যান, তাহলে হাজারীবাগে কাঁচা চামড়া আর ঢুকতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘আমরা গ্যাস-বিদ্যুৎ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তারা তো আবেদনই করেননি। যারা আবেদন করবেন, তাদের এখনই গ্যাস-বিদ্যুৎ সরবরাহ করা হবে।’

গত ১০ জানুয়ারি শিল্পমন্ত্রী তার মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে ট্যানারি শিল্প ৭২ ঘণ্টার মধ্যে হাজারীবাগ থেকে সরিয়ে নিতে আল্টিমেটাম দেন।

প্রসঙ্গত, সাভারের হেমায়েতপুরে ২০০ একর জায়গায় পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।

২০০৩ সালের ১৬ আগস্ট একনেকে চামড়া শিল্পনগরী প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এই শিল্পনগরীতে ২০৫টি প্লটে ১৫৫টি কারখানা স্থাপন করার সিদ্ধান্ত নেয় সরকার। এ প্রকল্প বাস্তবায়ন করছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।


সর্বশেষ খবর