আইপিএলে রুবেলকে নয় সেই জোসেফকেই নিল মুম্বাই
খেলাধুলা ডেস্কঃ রুবেল হোসেন পেসার সংকটে পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানস। প্রথম ম্যাচেই কাঁধের চোটে পড়েন পেস আক্রমণের কর্ণধার জাসপ্রিত বুমরাহ। চোটের কারণে ছিটকে গেছেন অ্যাডাম মিলনেও। সবমিলিয়ে বেশ বড় ঝামেলায় রোহিত শর্মার বাহিনী।
এরই মধ্যে গুঞ্জন ছড়ায় অ্যাডাম মিলনের স্থলে বাংলাদেশের তারকা পেসার রুবেল হোসেনে চোখ রাখছে মুম্বাই।
আলজারি জোসেফ মুম্বাইয়ের একটি শীর্ষ সারির পত্রিকাও জানায়, ওয়েস্ট ইন্ডিজ পেসার আলজারি জোসেফকে ভেড়াতে চেষ্টা করছে মুম্বাই। তবে নজরে রাখছে বাংলাদেশের তারকা পেসার রুবেলকেও। চুক্তি নিয়ে ক্যারিবীয় পেসারের সঙ্গে বনিবনা না হলে রুবেলকেই বেছে নেবে মুম্বাই।
তবে শেষ পর্যন্ত রুবেল কাছে আসতে হয়নি রোহিত শর্মার দলকে। তারা জোসেফকেই বেছে নিয়েছেন। ফলে রুবেলের আইপিএল যাত্রা হলো না।