সব

নির্বাসন উঠে গেল স্মিথ-ওয়ার্নারের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 29th March 2019at 11:31 am
FILED AS: খেলা
88 Views

খেলাধুলা ডেস্কঃ নির্বাসন উঠলো স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের। শুক্রবারই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন দুই অজি তারকা। কিন্তু অস্ট্রেলিয়ার সামনে এই মুহূর্তে আর টেস্ট কিংবা একদিনের ম্যাচ নেই। পাকিস্তানের বিরুদ্ধে দুবাইতে একদিনের সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। বাকি রয়েছে আর দুটি ম্যাচ। এই সিরিজে দুই ক্রিকেটার সুযোগ পাননি।

তবে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য দুই ক্রিকেটারকেই দুবাই যেতে বলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই ক্রিকেটার সেখানে গিয়ে সতীর্থদের সঙ্গে দেখা করেছেন। জাতীয় দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তারপর চলে এসেছেন ভারতে। এখন দুই তারকাই ব্যস্ত আইপিএলে।
বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। দুবাইতে দুই ক্রিকেটারকে দেখে বর্তমান একদিনের অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছিলেন, ‘‌স্মিথ এবং ওয়ার্নারকে দেখে মনে হল দু’‌জনেই চাপে রয়েছে।’‌

উল্লেখ্য, গতবছর মার্চে কেউটাউনে বল বিকৃতি কাণ্ডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল স্মিথ এবং ওয়ার্নারকে। যা অবশেষে উঠল। দুই ক্রিকেটারই স্বস্তিতে। আইপিএল স্মিথ এবং ওয়ার্নারের কাছে প্রমাণের মঞ্চ। ভাল করতে পারলেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সুযোগ মিলবে।


সর্বশেষ খবর