বিরোধীদের মদের সাথে তুলনা করলেন মোদি!
আন্তজাতিক ডেস্কঃ ভারতের উত্তরপ্রদেশে লোকসভার নির্বাচনী প্রচারণায় গিয়ে বিরোধীদলকে ‘শরাব’ তথা মদের সাথে তুলনা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার রাজ্যটির মীরাটে একটি প্রচারণা থেকে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি (সপা)-এর ‘শ’, অজিত সিং’র দল রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)-এর ‘রা’ এবং মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি (বসপা)-এর ‘ব’-কে একত্রিত করে মোদি ‘শরাব’ বলে ডাকলেন।
এসময় মোদি বলেন ‘এই শরাব আপনাদের ক্ষতি করে দেবে।’ তিনি আরও জানান ‘শরাব মানুষের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এবং উত্তরপ্রদেশের জন্য অত্যন্ত অস্বাস্থ্যকর।’
মোদির এই বক্তব্যের পরই তোপ দেগেছে বিরোধী দল সমাজবাদী পার্টি ও কংগ্রেস। অখিলেশ যাদব ট্যুইট করে মোদিকে নিশানা করে বলেন, ‘আজ টেলিপ্রম্পটারের মাধ্যমেই মোদির মিথ্যা সামনে চলে এসেছে। যারা দেশে ঘৃণা ছড়ান, তারা ‘সরাব’ এবং ‘শরাব’ এর মধ্যে পার্থক্যটাই জানেন না!
‘সরাব’ মানে মরীচিকা, যা বিজেপি গত পাঁচ বছর ধরে দেখিয়ে আসছে। যেটা কখনওই হওয়ার নয়। আজ যখন নতুন করে নির্বাচন সামনে এসেছে, ওরা এখন নতুন করে ‘মরীচিকা’ দেখাচ্ছে।’
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা ‘একজন প্রধানমন্ত্রীর মুখে কি এই ধরনের কথা মানায়। তিনটি বড় রাজনৈতিক দলকে মদের সাথে তুলনা করছেন। এটা কোন মতেই গ্রহণযোগ্য নয়।’
এদিনের জনসভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনকে চৌকিদার ও দাগদারের (দুর্নীতিবাজ) লড়াই বলে আখ্যায়িত করে মোদি বলেন ‘ভারতের ১৩০ কোটি মানুষ মনস্থির করে নিয়েছেন যে এই সরকারকেই ফের ক্ষমতায় আনতে হবে।’
নিজেকে ফেল চৌকিদার বলে অভিহিত করে মোদি জানান, ‘যারা আমার বিরোধিতা করছেন তারা আসলে পাকিস্তানের ভাষায় কথা বলছে।’
পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ সিআরপিএফ জঙ্গির মৃত্যুর পর ভারতীয় সেনাবাহিনীর এয়ার স্ট্রাইক নিয়ে মোদি জানান ‘এই দেশের কি ভারতের জাতীয় নায়কদের প্রয়োজন না পাকিস্তানের নায়কদের প্রয়োজন? আমাদের কি প্রমাণ চাই না, সুসন্তানদের চাই? আমার দেশের বীর সন্তানরাই আমাদের প্রমাণ।’