সব

এফ আর টাওয়ারে অগ্নিকান্ডে নিহত শিবগঞ্জে পলির দাফন সম্পন্ন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 30th March 2019at 6:16 am
101 Views
ফাহিম ফরহাদ রাজশাহী প্রতিনিধিঃ ঢাকার এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় নিহত ফ্লোরিডা খানম পলির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।
নিহত পলির বাড়িতে নেমে এলো শোকের ছায়া। এলাকা জুরেও নেমে এসেছে শোকের ছায়া।ঢাকা থেকে নিহতের পরিবারের সদস্যরা লাশ নিয়ে ২৯শে মার্চ বেলা ১টার দিকে শিবগঞ্জে পৌছালে চারদিকে কান্নার রোল পড়ে যায়। নেমে আসে নিঃস্তব্ধতা।
বেলা সাড়ে ৩টায় নিহতের জানাযা জগন্নাথপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবার পর তার পিতা মাতার কবরের পাশে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত ফ্লোরিডা খানম পলি শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ইউসুফ উসমান মনুর স্ত্রী এবং পৌর এলাকার মৃত আফজাল হোসেনের তৃতীয় কন্যা সন্তান। নিহত পলির স্বামী একটি বেসরকারী কোম্পানীতে ও পলি স্ক্যানওয়েল লজিষ্টিক লিমিটেডের বিভাগীয় প্রধান ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক সন্তান ফয়সাল ও স্বামী নিয়ে ঢাকার মিরপুরে বিয়ের পর থেকেই স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।
নিহতের বড় বোনের মেয়ে ডাঃ ফাহিমা শামিম খুসবু জানান, তিনি তার খালার অফিস ভবনে আগুন লাগার খবর পেয়ে বেলা দেড়টা পর্যন্ত যোগাযোগ রাখতে পারেন।সর্বশেষ তিনি তার কর্মস্থল ১১ তলা থেকে ১২ তলায় যেতে সক্ষম হন। পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি একটি টেক্স ম্যাসেজ তার খালার সেল নম্বরে দিয়ে রাখেন। পরবর্তীতে তার খালার মৃতদেহ সি এম এইচ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকগন সে ম্যাসেজ দেখে তার সাথে যোগাযোগ করে লাশ সনাক্ত করে নিয়ে যেতে বলেন এবং তার খালু লাশ সনাক্ত করে গ্রামের বাড়িতে রওনা হন।
এদিকে নিহতের লাশ বেলা ১টার দিকে শিবগঞ্জে মায়ের বাড়িতে পৌছালে কান্নায় পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে যায়।
স্থানীয়দের পাশাপাশি নিহতের স্বামী ক্ষোভের সাথে জানান, আমরা ঢাকাকে আর লাশের নগরী হিসেবে দেখতে চাইনা।আমরা চাই আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে একটি বসবাস উপযোগী ঢাকা।

গতকাল (২৮ মার্চ) ঢাকার বনানীর এফআর টাওয়ারে আগুনে এখন পর্যন্ত ২৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। নিহত ব্যাক্তিদের নাম ও ঠিকানা নিম্নে উপস্থাপন করা হলো☞

১. সৈয়দা আমিনা ইয়াসমিন (৪৮); পিতা: সৈয়দ মহিউদ্দিন আহমেদ; সাং: রামপাশা; থানা: কমলগঞ্জ; জেলা: মৌলভীবাজার

২. মোহাম্মদ মনির হোসেন সরদার (৫২); পিতা: মৃত মোতাহর হোসেন সরদার; সাং: উত্তর করাপুর (সরদারবাড়ী); থানা: বিমানবন্দর; জেলা: বরিশাল

৩. মোহাম্মদ মাকসুদুর রহমান (৩২); পিতা: মৃত মিজানুর রহমান; সাং: ১১ নং আলমগঞ্জ, থানা: গেন্ডারিয়া; জেলা: ঢাকা

৪. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (৪০); পিতা: মৃত আলহাজ আবুল কাশেম; সাং: বালুয়াডাঙ্গা; থানা: কোতোয়ালি; জেলা: দিনাজপুর

৫. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (৩৬); পিতা: মৃত আব্দুর রশিদ মুন্সি; সাং: চাতরা; থানা: পীরগঞ্জ; জেলা: রংপুর

৬. মোহাম্মদ মিজানুর রহমান; সাং: কোদলা; থানা: তেরখাদা; জেলা: খুলনা

৭. ফ্লোরিডা খানম পলি (৪৫); স্বামী: ইউসুফ ওসমান; সাং: রূপনগর হাউজিং; থানা: রূপনগর; জেলা: ঢাকা

৮. আতাউর রহমান (৬২); পিতা: হাবিবুর রহমান; জেলা: ঢাকা

৯. মোহাম্মদ রেজাউল করিম রাজু (৪০), পিতা: নাজমুল হাসান; মা: তহুরা বেগম; সাং: দক্ষিণ নাগদা; থানা: মতলব দক্ষিণ; জেলা: চাঁদপুর

১০. আহম্মদ জাফর (৫৯), পিতা: মৃত হাজী হেলাল উদ্দিন; মা: আলভি বেগম; সাং: নবীনগর, থানা: সোনারগাঁও; জেলা: নারায়ণগঞ্জ

১১. জেবুন্নেসা (৩০); পিতা: আব্দুল ওয়াহাব; মা: মৃত কামরুন্নাহার; সাং: লক্ষ্মীনারায়ণপুর, থানা: বেগমগঞ্জ; জেলা: নোয়াখালী

১২. মোহাম্মদ সালাউদ্দিন মিঠু (২৫); পিতা: সামসুদ্দিন; মা: মাকসুদা বেগম; মধুবাগ, মগবাজার, ঢাকা

১৩. নাহিদুল ইসলাম তুষার (৩৫); পিতা: মোহাম্মদ ইসহাক আলী; মা: নুরুন্নাহার; থানা: মির্জাপুর; জেলা: টাঙ্গাইল

১৪. তানজিলা মৌলি (২৫); স্বামী: রায়হানুল ইসলাম; সাং: সান্তাহার বলিপুর; থানা: আদমদিঘী, জেলা: বগুড়া

১৫. মোহাম্মদ পারভেজ সাজ্জাদ (৪৬); পিতা: মৃত নজরুল ইসলাম মৃধা; মা: নাসিমা বেগম: সাং; বালুগ্রাম; থানা: কাশিয়ানী; জেলা: গোপালগঞ্জ

১৬. হিরস (৩৫); পিতা: বিগনারাজ, শ্রীলঙ্কা

১৭. মোহাম্মদ ইফতিয়ার হোসেন মিঠু (৩৭); পিতা: মোহাম্মদ ইছহাক আলী; থানা: কুমারখালী; জেলা: কুষ্টিয়া

১৮. শেখ জারিন তাসনিম বৃষ্টি (২৫); পিতা: শেখ মোজাহিদুল ইসলাম; মা: নীনা ইসলাম; সাং: বেজপাড়া মেইন রোড়; থানা ও জেলা: যশোর

১৯. মোহাম্মদ ফজলে রাব্বি (৩০); পিতা: মোহাম্মদ জুহিরুল হক; মা: শাহানাজ বেগম; সাং: উত্তর ভুইগড়; থানা: ফতুল্লা; জেলা: নারায়ণগঞ্জ

২০. আতিকুর রহমান (৪২); পিতা: আব্দুল কাদের মির্জা; মা: হাজেরা বেগম; সাং: শৈলপাড়া; থানা: পালং; জেলা: শরীয়তপুর

২১. আনজির সিদ্দিক আবির (২৭); পিতা: আবু বক্কর সিদ্দিক; সাং: কলেজ রোড়, থানা: পাটগ্রাম; জেলা: লালমনিরহাট

২২. আব্দুল্লাহ আল ফারুক (৬২); পিতা: মৃত মকবুল আহম্মেদ; সাং: পূর্ব বগাইর; থানা: ডেমরা; জেলা: ঢাকা

২৩. রুমকি আক্তার (৩০); স্বামী: মাকসুদুর রহমান; থানা: জলঢাকা; জেলা: নীলফামারী

২৪. মোহাম্মদ মঞ্জুর হাসান (৪৯); পিতা: মৃত মনসুর রহমান; মা: রোকেয়া বেগম; থানা ও জেলা: নওঁগা

২৫. আমির হোসেন রাব্বি (২৯); পিতা: মোহাম্মদ আইয়ুব আলী; মা: রত্না খাতুন; সাং: গাঙ্গহাটি (চড়পাড়া); থানা: আতাইকুলা; জেলা: পাবনা

প্রায় শতাধিকেরও বেশি আহত, নিখোজ রয়েছেন অন্ততঃ ২০জন এরও অধিক।

সর্বশেষ খবর