সব

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৬

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 31st March 2019at 8:15 am
97 Views

আন্তজাতিক ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা বিস্ফোরণে বৃহস্পতিবার ৬ জন প্রাণ হারিয়েছে। দেশটির পুলিশ সূত্রে খবর, মোগাদিসুতে একটি হোটেল এবং রেস্তোরাঁর সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। জনবহুল রাস্তার ওপরে এই ঘটনায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো এলাকা ঢেঁকে যায় কালো ধোঁয়ায়।

জানা গিছে, ওই বিস্ফোরণে দুটি রেস্তোরাঁ এবং বেশ কিছু গাড়ির ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, এখন পর্যন্ত ৬ জন প্রাণ হারিয়েছে। এদিকে, পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, আট জন প্রাণ হারিয়েছে এবং প্রায় ১২ জন আহত হয়েছে। তবে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
এর আগে সম্প্রতি সোমালিয়ার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি বাজারে বিস্ফোরণের ঘটনায় প্রাণ যায় ৮ জনের।


সর্বশেষ খবর