রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন ফের জুটি বাঁধছেন?
বিনোদন ডেস্কঃ লিউডের তারকা জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকে শেষবার একসঙ্গে বড় পর্দায় ২০১৫ সালে দেখা যায়। এরপর চার বছর কেটে গেলেও সাবেক এই প্রেমিক যুগলকে আর একসঙ্গে পর্দায় অভিনয় করতে দেখা যায়নি।
তবে রণবীর-দীপিকা ভক্তদের হয়তো আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। সম্প্রতি শোনা যাচ্ছে, পরিচালক লাভ রঞ্জনের পরবর্তী সিনেমায় নাকি তাদের আবারও জুটি বাঁধতে দেখা যাবে।
সিনেমাটি সংশ্লিষ্ট একটি সূত্র বলেছেন, বিষয়টি সত্যি, তবে এখনো তারা কাগজে-কলমে চুক্তিবদ্ধ হননি। তাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এদিকে, রণবীর সিং-এর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রণবীর কাপুরের সঙ্গে প্রেম করেছিলেন দীপিকা। রণবীর কাপুর তার মন ভেঙে দিলে হাত ধরেন রণবীর সিং-এর।
রণবীর কাপুর এবং দীপিকার বাস্তব জীবনের জুটি না টিকলেও পর্দায় তাদের রসায়ন ভক্তদের খুবই পছন্দ। সম্পর্ক ভাঙার পর করা ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি এবং তামাশার সাফল্য দেখেই তা বোঝা যায়।