তিতুমীরে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিকে ঘিরে উৎসবমুখর পরিবেশে জীবনবৃত্তান্ত সংগ্রহ
মোঃ সাখাওয়াত হোসেনঃসরকারি তিতুমীর কলেজে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে জীবনবৃত্তান্ত সংগ্রহ কার্যক্রম চলছে। ২৪ তারিখ শুরু হয়ে জীবনবৃতান্ত জমা নেয়া হবে ৩০ মার্চ শনিবার পর্যন্ত।
শনিবার সিভি সংগ্রহের শেষদিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়। সকাল থেকে খন্ড খন্ড ভাবে সমর্থকদের নিয়ে জীবনবৃত্তান্ত জমা দিতে আসে পদপ্রত্যাশীরা।
ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া বলেন, ” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যারা অগ্রনী ভূমিকা পালন করে বিগত সময়ে রাজপথে পরিশ্রম করেছে পূর্ণাঙ্গ কমিটিতে শুধুমাত্র তারাই মূল্যায়িত হবে। “
ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল বলেন, ” বর্তমান ডিজিটাল বাংলাদেশের অংশীদার হয়ে কাজ করবে এমন ত্যাগী কর্মীদের দিয়ে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে। কোন ধরনের সুপারিশ, লবিং, ভাইলীগের স্থান হবে পূর্ণাঙ্গ কমিটিতে। “
তিনি আরো বলেন, ” কমিটিতে অনুপ্রবেশকারীদের ঠেকাতে পদপ্রত্যাশীদের নিজ নিজ ইউনিয়ন আওয়ামীলীগের ও জেলা ছাত্রলীগের প্রত্যয়নপত্র সিভির সাথে জমা নেয়া হচ্ছে। কোন অবস্থায় ছাত্রদল, শিবিরের অনুপ্রবেশকারী দলে ঢুকতে দেয়া হবে না। যেহেতু দেশের বিভিন্ন উপজেলায় নির্বাচন হচ্ছে সেক্ষেত্রে সার্বিক দিক বিবেচনায় আরো দুই একদিন জীবনবৃত্তান্ত জমা নেয়া হতে পারে।”
কবে নাগাদ কমিটির তালিকা প্রকাশ হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ” বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ভাই প্রত্যেকটি জীবনবৃত্তান্ত যাচাই বাছাইয়ের মাধ্যমে একটি সুন্দর ও যোগ্য কমিটি উপহার দেয়া হবে। সেটা অতি দ্রুততম সময়ের মধ্যেই করা হবে। “
সর্বমোট কত সংখ্যক জীবনবৃত্তান্ত জমা পড়ছে তা এখনো গণনা করা হয়নি বলে জানান, দপ্তর সম্পাদক আনিসুর রহমান জয়৷