চাঁপাই নবাবগঞ্জ নকল নবিস বৃন্দের চাকুরী জাতীয় করনের জন্য স্বারক প্রদান সরকারের প্রতি
শাহরিয়ার আহাম্মেদ শিমুলঃ চাঁপাই নবাবগঞ্জ তথা সারা বাংলাদেশে সাব রেজিস্ট্রি অফিসে প্রায়১৫,০০০ এক্সট্রা মোহরার (নকল নবিস) হিসেবে কর্মরত আছেন। বর্তমান ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে অবহেলিত কর্মী বলে দাবী করেন এক্সট্রা মোহরার (নকল নবিস)বৃন্দ।
বাংলাদেশের আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রিত নিবন্ধন অধিদপ্তরের আওতাভুক্ত ৬১ টি জেলা মহাফেজ খানা সহ ৫০৯ টি সাব রেজিস্ট্রি অফিসে
প্রায়১৫,০০০ এক্সট্রা মোহরার (নকল নবিস) কর্মরত আছেন।
তারা জনগনের রেজিস্ট্রি কৃত আমানত ভূমি দলিল বালাম বহিতে লিপিবদ্ধ করে অ বিন্যস যোগ্য স্থায়ী রেকর্ড সৃষ্টি করেন। এই লিপিবদ্ধ করন কর্ম দেশের সর্বোচ্চ ঝুকি পূর্ন কাজ। কিন্ত দুঃখের বিষয় তারা অস্থায়ী।
এক্সট্রা মোহরার (নকল নবিস)বৃন্দ বলেন আমরা বাড়ি ভাড়া,চিকিৎসা ভাতা,শিক্ষা সহায়ক ভাতা, ৩( তিন) টি মৌলিক অধিকার এবং পবিত্র ঈদ বোনাস, ভিন্ন ধর্মালম্বীদের ধর্মীয় ভাতা দি সহ সরকারী যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এবং নারী এক্সট্রা মোহরার (নকল নবিস) গন বিনা পারিশ্রমিকে মাতৃ কালীন ছুটি পার করেন।
বাংলাদেশে এক্সট্রা মোহরার (নকল নবিস) পদ টি চালু হবার পর থেকেই কর্ম টি স্থায়ী করনের দাবী করেই আসছি। ১৯৫২ সালের সুপ্রিম কোর্ট হাই কোর্ট,জজ কোর্ট, সহ সরকারের অন্যন্যা বিভাগে এক্সট্রা মোহরার (নকল নবিস) চাকুরী স্থায়ী হলেও ভুমি রেজিস্ট্রি বিভাগের এক্সট্রা মোহরার (নকল নবিস) গন বঞ্চিত হন। বাংলাদেশ স্বাধীন হবার পর এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী,বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সরনাপন্ন হলে তিনি এক্সট্রা মোহরার (নকল নবিস) দের চাকুরী স্থায়ী করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। কিন্ত বঙ্গবন্ধুর ঘোষণা ১৯৭৫ সন। পরবর্তী সরকারগুলি বাস্তবায়ন না করায় ১৯৮৪ সনে সংগঠনের পক্ষ হতে দাবী নামা পেষ করা হয়। ১৬ ই আগষ্ট ১৯৮৪ সন বায়তুল মোকাররম স্কয়ারে ১৫ই আগষ্ট উপলক্ষে আয়োজিত জনসভায় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এক্সট্রা মোহরার (নকল নবিস) দের চাকুরী স্থায়ী করার জন্য ১৯৭৩ সনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আইন প্রনয়ন করেন৷ তবুও আজ পর্যন্ত তাদের সমস্যার সমাধান হয় নি। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ সমর্থনের পর তৎকালীন সরকারেট সাথে এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের সাথে চুক্তি হয়। ৮৪, র চুক্তি বাস্তবায়ন না হওয়ায় এবং বর্তমান সরকার শ্রম বান্ধব বিবেচনায় ১০।০১।২০১৩ ইং।একটি দাবী নামা পেশ করা হয়। উক্ত দাবী নামার জন্য কর্তৃপক্ষ একটি কমিটি করে দেন, উক্ত কমিটি ২৯।০৮।২০১৩ ইং। মহা পরিদর্শন নিবন্ধন বাংলাদেশ বরাবর সুপারিশ করেন। উক্ত সুপারিশের আলোকে বাংলাদেশ মহা পরিদর্শন নিবন্ধন মহোদয় ১৯।১০।২০১৪ ইং মোট ১০৩৩২ জন এক্সট্রা মোহরার (নকল নবিস) কে স্কেল ভুক্ত করার প্রস্তাব করে মান্ত্রনালয়ে প্রেরন করেন।বাংলাদেশ জাতীয় সংসদে ৩০।০৯।২০১৩ সন অনুষ্ঠিত সংসদের বৈঠকে মাননীয় আইন মন্ত্রী বলেছেন এই সরকারের আমলেই নকল নবিশ দের চাকুরী জাতীয় করন বাস্তবায়ন করা হবে মর্মে আশা করা যায়। কিন্তু কমিটির সুপারিশে চাকুরী স্থায়ী করনের বিষয়টির আশানুরুপ প্রতি ফলন ঘটে তাছাড়া গত ১৪।০৫।২০১৬ ইং, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক এম পি মহোদয়ের বাস ভবনে এবং ০৮।০১।২০১৭ ইং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নকল নবিশ প্রতিনিধিদের সাথে লিখিত চুক্তি হওয়ার পরেও কোন সুফল পাওয়া যায় নি কিন্তু আমরা সর্বোচ্চ ঝুকি পূর্ন কাজ জনগণের আমানত জমি জমার রেজিস্টার কৃত দলিলের সর্বোচ্চ রেকর্ড সংরক্ষণ তথা বালাম বহিতে লিপিবদ্ধ করি।মাসের পর মাস বালাম লিপিবদ্ধ করনের বিল পাইনা আমরা সোনার বাংলার ডিজিটাল বাংলাদেশের সর্বোচ্চ অবহেলিত। এতো ঝুকি পূর্ণ কাজ করি তার পরেও আমরা দেশের সর্ব্বোচ অবহেলিত। এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য রাও আবহেলিত। কারন আমরা খুবই কষ্টে ও অমানবেতর জিবন যাপন করি।
বাংলাদেশের বর্তমান সরকার নিপিড়িত, অসহায়, জনগণের সরকার জননেত্রী শেখ হাসিনার নিকট তাদের একটি মাত্র দাবী তাদের চাকুরী স্থায়ী, জাতীয় করনের ও বেতন স্কেল ভুক্ত রাজস্বখাতে অন্তর ভুক্ত করন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ঘোষণা বাস্তবায়ন করে এক্সট্রা মোহরার (নকল নবিস) বৃন্দের অমানবেতর জীবন যাপন থেকে সাধারন ভাবে জীবন যাপনের সুযোগ করে দিতে আকুতি ও মিনতি করেন চাঁপাই নবাবগঞ্জের জেলা এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন এর সদস্য বৃন্দ।