যদি একদিন’-এর শো বাড়ালো ব্লকবাস্টার
বিনোদন ডেস্কঃ ‘যদি একদিন’-এর শো বাড়িয়েছে ব্লকবাস্টার সিনেমাস। গত সপ্তাহে ছয়টি করে শো প্রদর্শিত হয়েছিল। শুক্রবার থেকে দৈনিক আটটি করে শো প্রদর্শিত হচ্ছে।
ব্লকবাস্টার সিনেমাসের ম্যানেজার এ এইচ আহমেদ বি সরকার বলেন, মুক্তির প্রায় একমাস হতে চললেও দর্শকদের উপস্থিতি ভালো। সেজন্যই শো বাড়িয়েছি। এর আগে ‘দেবী’ চলাকালে এমনভাবে শো বাড়ানো হয়েছিল।
রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি) ও সীমান্ত সম্ভারে (ধানমন্ডি) প্রতিদিন ৪ টি করে ৮ টি শো প্রদর্শিত হচ্ছে। ৮ মার্চ ২২টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘যদি একদিন’। ২২ মার্চ কানাডায় মুক্তি পেয়েছিল ‘যদি একদিন’। ছবিটিতে অভিনয় করেছেন তাহসান খান, শ্রাবন্তী, তাসকিন রহমান, শিশুশিল্পী রাইসা, সাবেরি আলম, আনন্দ খালেদ, সুজাত শিমুল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশার প্রমুখ। ‘যদি একদিন’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।