সব

পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে নাঃ শিক্ষামন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 3rd April 2016at 7:25 pm
25 Views

14স্টাফ রিপোর্টারঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে পরীক্ষার রুটিন করা হয়েছে। তাই নির্বাচন হলেও পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না।

তিনি আরো বলেন, ২০০৭-০৮ সালে এইচএসসি পরীক্ষার্থী ঝড়ে পড়ার সংখ্যা ছিল ২৫ শতাংশ। যা আমরা কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে এনেছি। এটা আমাদের সাফল্য।

উল্লেখ্য, রোবাবর সকাল থেকে দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথমবারের মতো এবার আগে ৫০ মিনিটে এমসিকিউ অংশ এবং ১০ মিনিট বিরতি দিয়ে পরের দু’ঘণ্টায় সৃজনশীল অংশের পরীক্ষা নেয়া হচ্ছে।


সর্বশেষ খবর