জরিমানার টাকা জমা দিলেন খাদ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী জরিমানার ৫০ হাজার টাকা জমা দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আইনজীবী মামুন মাহবুব এ তথ্য নিশ্চিত করে জানান, ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা জমা দেয়া হয়েছে।
গত ২৭ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদালত অবমাননার দায়ে দুই মন্ত্রীকে দোষী সাব্যস্ত ও একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা করে ।