‘এই মুহূর্তে ব্যাংকিং কমিশনের প্রয়োজন নেই’
স্টাফ রিপোর্টারঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংকিং খাতের জালিয়াতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় এই মুহূর্তে ব্যাংকিং কমিশন গঠনের প্রয়োজন নেই।
রবিবার অর্থমন্ত্রণালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনা তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আরও বলেন, রিজার্ভ চুরির ঘটনা তদন্তে যে কমিটি করা হয়েছে সেই কমিটির কাছ থেকে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।