নড়াইল থেকে অপহৃত ব্যক্তি পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে পঞ্চগড়ে উদ্ধার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে নড়াইল থেকে অপহৃত ব্যক্তি পঞ্চগড়ে উদ্ধার নড়াইলের এক ব্যক্তিকে প্রতারণা করে মোবাইলে ডেকে নিয়ে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির দুই দিন পর রোববার (৩১ মার্চ) পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন(পিপিএম) বলেন, নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউপির ধোন্দা গ্রামের দলিল উদ্দিন শেখের ছেলে মো. আকমল শেখকে ২৯ মার্চ অজ্ঞাত ব্যক্তি ফুসলিয়ে কৌশলে মোবাইল ফোনে ডেকে নিয়ে অপহরণ করে। পরে আকমল শেখের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। এ ঘটনায় আকমল শেখের পরিবার একটি অভিযোগ দায়ের করলে প্রযুক্তিগত ব্যবহারের মাধ্যমে অপহরণকারীর অবস্থান শনাক্ত করা হয়।
রোববার (৩১ মার্চ) শ্বাসরুদ্ধকর অভিযানে পুলিশের একটি বিশেষ অপারেশন টিম পঞ্চগড়ের বোদা থানার বৈরতি গ্রাম থেকে অপহৃত আকমল শেখকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিম তার পরিবারসহ পুলিশ সুপারের কার্যালয়ে এসে পুলিশ সুপার, দীর্ঘায়ু কামনাসহ তাঁর ভূয়সী প্রশংসা করেন।
নড়াইলের এসপি মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, পুলিশের সহযোগিতায় অপহরণের শিকার আজমল শেখকে উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ সময় পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত ছিলেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার( সদর) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল).নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান, ডিআইও-১ এস এম ইকবাল হোসেন।