সব

চাঁপাই নবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক ব্যবসায়ী সিন্ডিকেট আটক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 2nd April 2019at 6:33 am
103 Views

শাহরিয়ার আহাম্মেদ শিমুলঃ চাঁপাই নবাবগঞ্জ জেলার  চলমান মাদক বিরোধি অভিযানে জেলা পুলিশ সুপার জনাব টি এম মোজাহিদুল ইসলাম বি পি এম,পি পি এম এর নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা শাখার অভিযান পরিচালনায় ২(দুই)কেজি গাঁজা  ৩০০ বোতল ফেন্সিডিল ও ১০০ পিস ইয়াবা সহ একটি মাদক ব্যবসায়ী একটি সিন্ডিকেট কে করা হয়।

জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ বাবলু উদ্দিন সরকার বলেন  ৩১।০৩।২০১৯ রোজ রবিবার জেলা পুলিশ সুপার এর নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা শাখার এস আই মোঃআবু আব্দুল্লাহ জাহিদ পিপি এম  এবং তার সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধি অভিযান পরিচালনার  নির্দেশ মোতাবেক বিকাল ৪ঃ৩০ঘটিকার সময় জেলার শিবগঞ্জ উপজেলা ধীন রানীহাটি ইউনিয়নের সাবেক লাভাঙ্গা  গ্রামে বুলুর বাড়ি থেকে ২ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা সহ১। সালাম মহাজন(৪০) পিতাঃ বগলু মহাজন সাং চুনাখালী মহাজন পাড়া উপজেলা সদর ২। মোঃসারোয়ার (৩২) পিতাঃ আফসার মুন্সি সাং উজির পুর  ৩।মোসাঃনাহার (৩২) স্বামীঃবুলু  সাং সাবেক লাভাঙ্গা উপজেলা শিবগঞ্জ কে হাতে নাতে আটক করা হয় তাদের কে জিঞ্জাসা বাদে সালাম মহাজন বলেন  ৩০।০৩।২০১৯ ইং রাতে ৪।মোঃ বাবু(২৪) পিতাঃ শফিকুল সাং রসুল পুর ৫।মোঃশাকিব রানা (২০) পিতাঃসালাম সাং শেখ টোলা  উপজেলা শিবগঞ্জ এর বাড়িতে ৩০০ বোতল  ফেন্সিডিল  রাখা হয়। ধৃত আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিল আসামী ৬। খালেকের বাড়ির বসত ঘর থেকে উদ্ধার করা  হয়।  সকল আসামিদের উপর মাদক আইনে মামলা করা হয় এবং সকল আসামিদের জেলা  কোর্টের মাধ্যমে  কারাগারে পাঠান হয়।


সর্বশেষ খবর