নড়াইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল পৌর এলাকার বরাশুলা গ্রামে মাটিবহনকারী মিনি ট্রাক (ছোট ট্রাক) এর চাকায় পিষ্ট হয়ে রায়হান (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সে ওই গ্রামের বশির মোল্যার ছেলে।
সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নড়াইল পৌরসভার বরাশুলা এতিমখালা এলাকায় সড়কের পাশে মিনি ট্রাকে করে মাটি ফেলছিল। এসময় শিশু রায়হানসহ শিশুরা ওই ট্রাকে বসে খেলা করছিল। মাটি ফেলে চালক ট্রাকটি স্ট্রাট দিলে শিশুরা লাফদিয়ে নেমে যায়। এসময় মিনি ট্রাকটি পেছনেরদিকে গিয়ে শিশু রায়হানকে চাপা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন (পিপিএম), ঘটনার সত্যতা নিশ্চিত করে, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।