গাজীপুরে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ঃ গাজীপুর সিটি কর্পোরেশনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (৬-১১ এপ্রিল ২০১৯) পালন উপলক্ষে এ্যাডভোকেসী সভা ১ এপ্রিল সোমবার সকালে নগর ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) কে.এম. রাহাতুল ইসলাম।
গাজীপুর সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা মলয় কুমার দাসের সঞ্চালনায় সভায় কৃমির ক্ষতিকর দিকসমূহ তুলে ধরেন সিটি কর্পোরেশনের হেলথ অফিসার ডাঃ মোঃ রহমত উল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ জুবায়ের ছাঈদ, সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ শারমিন শাহী প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ৬ এপ্রিল শনিবার থেকে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত মহানগরে প্রাথমিক পর্যায়ে ৫ থেকে ১৬ বছর বয়সী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন, মাদ্রাসা, মক্তব, এতিমখানার সকল শিক্ষার্থী এবং স্কুল বহির্ভুত, পথশিশু, শ্রমজীবী শিশুদেরকে একই নিয়মে বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে সকলকে ক্ষুদে ডাক্তারের মাধ্যমে ভরাপেটে পানি দিয়ে গিলে এক ডোজ মেবেন্ডাজল-৫০০ মিঃ গ্রাঃ ট্যাবলেট খাওয়ানো হবে।
সভায় আরো জানানো হয়, ভরা পেটে (সকালে স্কুলে উপস্থিত হওয়ার পর পরই) কৃমির ঔষধ খাওয়ালে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে না। তবে কৃমিতে আক্রান্ত শিশুকে খাওয়ানো হলে পেটে ব্যাথা হতে পারে। সেক্ষেত্রে ভয়ের কিছু নেই, শিশুকে দ্রুত সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। কৃমি নাশক ঔষধ সেবনের দিন শিক্ষার্থীদের বিদ্যালয়ে শরীরচর্চা বা প্যারেড না করানো উচিৎ। মাধ্যমিক বিদ্যালয় গুলোতেও জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরুর পূর্বেই ‘ক্ষুদে ডাক্তার’ টীম গঠন করতে হবে। শিক্ষকসহ ক্ষুদে ডাক্তার টীমের সদস্যদের মাধ্যমে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং স্কুল বহির্ভূত বা ঝড়ে পড়া সমবয়সী ছেলেমেয়েদের এ সময়ে বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং ট্যাবলেট খাওয়ানোর ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে।
উক্ত এ্যাডভোকেসী সভায় ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের কৃমি নাশক ঔষধ সেবন নিশ্চিত করতে সরকারী-বেসরকারী প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন, মাদ্রাসা, মক্তব, এতিমখানা, মসজিদের ইমামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী অফিসের প্রতিনিধিরা সভায় অংশ নেন।