সম্রাট হোটেল থেকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীসহ দুইজনের লাশ উদ্ধার
অনলাইন ডেস্কঃ ফার্মগেটে সম্রাট হোটেলের ৭ম তলা থেকে আমিনুল ইসলাম স্বজল (তেজগাঁও কলেজ) ও মালিয়া ইসলাম (ওয়ার্ল্ড ইউনিভার্সিটি) নামে দুইজন শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ।
তেজগাঁও পুলিশ বলেছেন, মঙ্গলবার বেলা ৩টার দিকে হোটেল রুমের দরজা ভেঙ্গে লাশ দু’টি উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও বলেন, তবে ঝুলন্ত লাশ নয়। লাশের শরীরের রক্তাক্ত জখমের চিহ্ন নেই। বিষয়টি রহস্যজনক। তাই ময়নাতদন্তের জন্য লাশ দু’টি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।