সরকারি তিতুমীর কলেজ গ্রন্থাগার থেকে ফিরে যাচ্ছেন শিক্ষার্থীরা
মোঃ সাখাওয়াত হোসেনঃ আজ সকাল ১১.১৮ মিনিট সরকারি তিতুমীর কলেজ লাইব্রেরি পরিদর্শনের সময় দেখা যায় এসব ঘটনা। গ্রন্থাগারে পর্যাপ্ত জায়গা না থাকায় শিক্ষার্থীরা বই নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে। এমনকি দেখা যায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে থাকে। আবার কিছু সংখ্যক জায়গা না পেয়ে ফিরে যাচ্ছে।গ্রন্থাগারটি তে দুটি কক্ষ রয়েছে। একটি তে শিক্ষার্থীরা পড়ে এবং অন্যটিতে বই রাখা হয় । সেখানে লেখা আছে প্রবেশ নিষেধ। সেখানে কর্মরত থাকায় একজনের সাথে কথা বলে জানা যায় যে এই রকম সমস্যা প্রতি দিন হয়ে থাকে । অসংখ্য শিক্ষার্থীদের কে গ্রন্থাগারে পড়তে না পেড়ে চলে যেতে হয়।
অথচ কোনো পদক্ষেপ নিচ্ছে না অএ কলেজের অধ্যক্ষ।
শিক্ষার্থীর দিক দিয়ে সর্ববৃহৎ একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই গ্রন্থাগার টি বিজ্ঞান ভবনের নিচতলায়। গ্রন্থাগার টি তে নিজস্ব অনুষদ সহ১৭০০০ হাজার ও বেশি বই রয়েছে। এবং বাসায় বই নিয়ে পড়ার জন্য ব্যবস্থা রয়েছে।
সরকারি তিতুমীর কলেজ টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়।সেই সময় কলেজটি নাম ছিল জিন্নাহ কলেজ নামে।১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর সরকারি তিতুমীর কলেজ নামে পরিচিতি লাভ করে। বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্তর্ভুক্ত রয়েছে।