সব

মাছ-মুরগির খাবার তৈরির কারখানা বন্ধের নির্দেশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 2nd April 2019at 8:44 pm
66 Views

 

অনলাইন ডেস্কঃ ট্যানারির বর্জ্য ব্যবহার করে মুরগি ও মাছের খাবার তৈরির কারখানা বন্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে এক মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এই আদেশ দেন।

এর আগে একই দিন ট্যানারির বজ্য ব্যবহার করে মুরগী ও মাছের খাদ্য তৈরি বন্ধের বিষয়ে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করা হয়। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ আবেদনটি করেন। আবেদনের পক্ষেও তিনি শুনানি করেন।

আদেশের পর মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ‘ট্যানারির বর্জ্য ব্যবহার করে মুরগি ও মাছের খাবার তৈরির কারখানা বন্ধে ২০১১ সালের ২১ জুলাই হাইকোর্ট রায় দিয়েছেন। সরকারের সংশ্নিষ্ট ছয় বিবাদীর প্রতি এ রায় বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্ত গত ২৫ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘আদালতের রায় উপেক্ষা; ট্যানারির বিষাক্ত বর্জ্যে মাছ ও মুরগির খাদ্য তৈরি থেমে নেই’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ওই প্রতিবেদন সংযুক্ত করে ট্যানারির বর্জ্যে ব্যবহার করে মাছ-মুরগীর খাবার তৈরি বন্ধের বিষেয়ে হাইকোর্টে সম্পুরক আবেদনটি করা হয়েছে।’


সর্বশেষ খবর