সব

বার্সেলোনার বিপক্ষে ড্র করল ভিয়ারিয়াল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 3rd April 2019at 10:00 am
FILED AS: খেলা
79 Views

খেলাধুলা ডেস্কঃ স্প্যানিশ ফুটবল লিগে বর্তমান লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা বিপক্ষে মঙ্গলবার রাতের খেলায় ৪-৪ গোলে ড্র করে ভিয়ারিয়াল।

খেলার ১২তম মিনিটে বার্সার হয়ে প্রথম গোল করেন কৌতিনহো। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কাতালানরা। তবে ব্যবধান কমাতে সময় নেয় স্বাগতিক ভিয়ারিয়াল। প্রথমার্ধে লিড ধরে রাখে বার্সা। বিরতির পর ৫০ মিনিটে সমতায় ফেরে ভিয়ারিয়াল। সাইড লাইন থেকে বল দ্রুতগতিতে টেনে পেনাল্টি ডি-বক্সের ডান কোনায় নিয়ে আসেন এবং শট করেন। বার্সা গোলরক্ষক বেশি এগিয়ে থাকায় ঠেকানোর কোনো সুযোগ পাননি। গোলরক্ষক ও গোলপোস্টের মাঝ দিয়ে বল জালে চলে যায়। ২-২ গোলে সমতায় ম্যাচ।

উপায় না দেখে শেষ পর্যন্ত ম্যাচের ৬১ মিনিটে কৌতিনহোর পরিবর্তে মেসিকে মাঠে নামান কোচ ভালভার্দে। কিন্তু পরের মিনিটেই গোল হজম করে বার্সা। ইবোরার দারুণ এক গোলে বার্সার বিপক্ষে ৩-২ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৮০ মিনিটে বিপদ আরো বাড়ে। গোলরক্ষক টার স্টেগানকে একা পেয়ে গোল করতে ভুল করেনি কার্লোস বাক্কা। বার্সেলোনার বিপক্ষে ৪-২ গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল।

৮৬ মিনিটে ভিয়ারিয়ালের আলভারো সুয়ারেজকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচের ৯০ মিনিটে ফ্রি-কিক পায় বার্সেলোনা। লিওনেল মেসির জাদু মাখানো সেই ফ্রি-কিক ঠেকাতে ব্যর্থ হন ভিয়ারিয়ালের গোলরক্ষক। ৪-৩ গোলে ব্যবধান কমিয়ে ম্যাচটাকে নাগালের মধ্যে নিয়ে আসে বার্সা। এটি মেসির ৩২তম লিগ গোল আর ছয় নম্বর ফ্রি-কিক গোল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে ফাঁকায় দাঁড়িয়ে থাকা সুয়ারেজের কাছে বল এলে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। ৪-৪ গোলে ড্র নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে বার্সেলোনা।


সর্বশেষ খবর