সব

রাহুল গান্ধী হিন্দু নন দাবি বিজেপির

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 3rd April 2019at 10:04 am
68 Views

আন্তজাতিক ডেস্কঃ ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে দেশটির ক্ষমতাসীন এবং বিরোধীদলীয় নেতারা ততই পরস্পরকে আক্রমণ-পাল্টা আক্রমণে বিদ্ধ করছেন। দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে এবার নিশানা করলেন বিজেপির জ্যেষ্ঠ নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তার দাবি, রাহুল গান্ধী হিন্দু নন; তবে তিনি হিন্দু হওয়ার ভান করছেন। এখানেই থেমে নেই তার আক্রমণ। সুব্রহ্মণ্যম স্বামী বললেন, রাহুল গান্ধীর কাছে চারটি দেশের পাসপোর্ট রয়েছে। দেশটির টেলিভিশন চ্যানেল জি নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন দাবি করেন। বিজেপির এ নেতার দাবি, রাহুল ভিঞ্চি নামে রাহুল গান্ধীর একাধিক দেশের পাসপোর্ট রয়েছে। এমনকি রাহুল গান্ধীর চেলি পরা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, চেলি কী করে পরে তাও জানা নেই তার। স্বামীর দাবি, পোশাকের ওপর চেলি পরেন রাহুল গান্ধী। কিন্তু চেলি পরতে হয় খালি গায়ে। চেলি পরলে গায়ে সেলাই করা কোনো পোশাক রাখা যায় না। রাহুল গান্ধী সম্ভবত সে কথা জানেন না। বিজেপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, রাহুল গান্ধী আসলে খ্রিস্টান।

জি নিউজ।


সর্বশেষ খবর