সব

রাশিয়ায় সামরিক প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 3rd April 2019at 11:20 am
67 Views

আন্তজাতিক ডেস্কঃ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অবস্থিত রুশ সামরিক বাহিনী পরিচালিত মহাকাশ বিষয়ক একটি প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার সামরিক কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের পর তৃতীয়তলার একটি সিঁড়িতে ১৫ জন আটকা পড়েছে বলে জানা যায়। স্থানীয় জরুরি সেবা বিভাগের সদস্যদের বরাত দিয়ে রাশিয়ান সংবাদমাধ্যমগুলোতে এ তথ্য জানানো হয়েছে। তবে কড়া নিরাপত্তার ভেতরে এ বিস্ফোরণ হওয়ায় সে সম্পর্কে বিস্তারিত জানতে পারেনি সংবাদকর্মীরা।

বিস্ফোরণকবলিত মোজেসেস্কি সামরিক মহাকাশ একাডেমিতে দেশটির বিমানবাহিনী ও অন্যান্য সশস্ত্র বাহিনীর নবনিযুক্ত কর্মকর্তাদের প্রাথমিক প্রশিক্ষণ দেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেন্ট পিটার্সবার্গ শহরের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্ডার বেলোভ বলেন, ‘বিস্ফোরণে তিনজন গুরুতর ও একজন সামান্য আহত হয়েছেন।’

নাটালিয়া নামে একজন ক্যাডেট সংবাদমাধ্যমকে বলেন, ঘটনাস্থল থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। মনে হয়েছে দ্বিতীয় তলায় কোনো একটি বিস্ফোরণ ঘটেছে।


সর্বশেষ খবর