সব

হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন কাদের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 3rd April 2019at 11:24 am
77 Views

আমারবাংলা ডেস্কঃ আগামী শুক্র বা শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেক ভালো। গত সোমবার ওবায়দুল কাদেরের হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ পেয়েছে। ওই ছবিতে ফুটে উঠেছে তার সুস্থতার ছবি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, মন্ত্রীর অবস্থা এখন অনেক ভালো। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে যে পর্যায়ে আছে, সে অবস্থা থাকলে আগামী শুক্র বা শনিবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে আশা করা যাচ্ছে। ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন গত মাসের শুরু থেকে। সেখানে তার চিকিৎসায় নিয়োজিত ছিলেন সার্জন ডা. ফিলিপ কোহের।


সর্বশেষ খবর