সব

সামান্য বৃষ্টিতে তিতুমীর কলেজ ক্যাম্পাসে জলাবদ্বতা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 3rd April 2019at 2:59 pm
74 Views
মোঃ সাখাওয়াত হোসেনঃ  প্রথম দেখাতেই মনে হবে এযেন এক ছোট পরিসরে মাছ চাষের পুকুর। হাল্কা বৃষ্টি পাতে এই জলা বদ্ধতা তৈরি হয়। যা রাজধানীর তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ভীষণ ভোগান্তির হলেও কর্তৃপক্ষের কোন রকম কর্ণপাত নেই।
সামান্য বৃষ্টি হলেই মহাখালীতে অবস্থিত তিতুমীর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেখা যায় জলাবদ্বতার সমস্যা। এতে করে কলেজর ৬৫০০০ শিক্ষার্থীসহ শিক্ষক ও অন্যান কর্মকর্তা কর্মচারীগনকে বিভিন্ন ধরনের সমস্যার সমূক্ষীন হতে হয়। ক্যাম্পাসের প্রধান গেটের সামনে দিয়ে এমন জলাবদ্বতার সৃষ্টি হয়। প্রধান ফটাকটির সামনে দিয়েই বিভিন্ন স্থানে যাতায়াতরত যানবাহন চলাচল করে।  এতে করে জীবনের ঝুকি নিয়ে বাস থেকে নামা এবং বাসে উঠাসহ রাস্তা পারাপারে বেস বেগ পেতে হয় শিক্ষার্থীদেরকে।
 এএছাড়াও বৃষ্টিতে ক্যাম্পাসের মূল ফটকের পাশে বসার স্থানগুলো বৃষ্টির পানিতে ডুবে থাকে, পাশাপাশি ক্যাম্পাসের একমাত্র খেলার মাঠটিতে সামান্য বৃষ্টি হলেই হাটুপানি জমে থাকারমত সমস্যা দেখাদেয়।
যার কারনে শিক্ষার্থীদেরকে ক্লাস ব্যতীত অন্য সময়ে ক্যাম্পাসে অবস্থানকালে জায়গা সংকুলান সমস্যায় পরতে হয়।  শিক্ষার্থিদের দাবি জলাবদ্বতা সমস্যা সমাধানে ওয়াসা এবং কলেজ কর্তৃপক্ষ অতিদ্রুত ও কার্যকরী ব্যবস্থানিবে এবং এমন সমস্যা ভবিষ্যতে আর যেন না হয় তার জন্য স্থায়ী পদক্ষেপ গ্রহন করবে বলে আশাব্যাক্ত করে।

সর্বশেষ খবর