সব

চাঁপাই নবাবগঞ্জে রেজিস্ট্রি বিষয়ক বিশেষ প্রশিক্ষন ও সচেতনা মুলক অনুষ্ঠানের আয়োজন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 3rd April 2019at 3:04 pm
95 Views
শাহরিয়ার আহাম্মদ শিমুলঃচাঁপাই  নবাবগঞ্জ জেলা ও উপজেলার সকল  জনগনের সম্পত্তি  রেজিস্ট্রি দলিল সম্পাদনে  ক্রেতার ও বিক্রেতার  মানসম্মত সেবা নিশ্চিত করনের লক্ষে ০২।০৪।২০১৯ইং রোজ মঙ্গলবার  সকাল ১০ঃ০০ ঘটিকা হইতে দুপুর ২ঃ০০ ঘটিকা পর্যন্ত জেলা সদরের সন্ধ্যা কমিউনিটি সেন্টার মিলনায়তনে   জেলা ও উপজেলার সকল দলিল লেখক দের উপস্থিতির মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করনের যাবতীয়  তথ্য রাষ্ট্রীয় আইন নিয়ম নীতিমালা নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও  সচেতনতা মুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা রেজিস্টার জনাব মোঃ আলী আকবর মহোদয়ের উদ্দগে ও জেলা সদর সাব রেজিস্টার জনাব মোঃ আব্দুর রশিদ মন্ডল সাহেব এর আয়োজনে, শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্টার জনাবা শামীমা পারভীন, গোমস্তাপুর উপজেলা সাব রেজিস্টার জনা মোঃ আশরাফ আলী,  নাচোল উপজেলা সাব রেজিস্টার জনাবা মাহমুদা বেগম, ভোলাহাট উপজেলা সাব রেজিস্টার জনাব মোঃসোলায়মান আলীর, সার্বিক সহযোগী তায়  এই বিশেষ  প্রশিক্ষণ ও  সচেতনতা মুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্টার জনাবা  শামীমা পারভীন এর উপস্থাপনায় জেলা সদর সাব রেজিস্টার জনাব মোঃ আব্দুর রশিদ মন্ডল বিভিন্ন  দলিল পত্র  কি কি আইন মোতাবেক কি কি ধারায় সম্পাদন করা হয় সেই নিয়ম নীতি নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ  প্রদান করেন, নাচোল উপজেলা সাব রেজিস্টার জনাবা মাহমুদা বেগম বিভিন্ন দলিল লেখার নিয়ম ও পদ্ধতি নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ  প্রদান করেন, ভোলাহাট উপজেলা সাব রেজিস্টার জনাব মোঃ সোলায়মান আলী দলিলে ব্যবহৃত হলফনামা বা এফিডেভিটে  যেই সকল রাষ্ট্রীয় শর্ত লিপিবদ্ধ করা থাকে সেই সব বিষয় নিয়ে আলোচনাও প্রশিক্ষণ প্রদান করেন, গোমস্তাপুর উপজেলা সাব রেজিস্টার জনাব মোঃ আশরাফ আলী বিভিন্ন দলিল সম্পাদন করনে সরকারি ফিসাদি আদায়ের রাষ্ট্রীয় নিয়ম নীতিনিয়ে আলোচনাও প্রশিক্ষণ প্রদান করেন।
শেষে জেলা রেজিস্টার জনাব মোঃআলী আকবর  সাহেব বিভিন্ন দলিল সম্পাদনের আইনি ধারা, রাষ্ট্রীয় নীতিমালা সহ ১২৮ প্রকার দলিল সম্পাদন করার নিয়ন নিয়ে প্রশ্ন ও উত্তর দেন।
এবং পরিশেষে বলেন সাধারণ জনগনের আমানত রক্ষায় আমরা নিয়োজিত আছি। এক জন দলিল লেখকি একটি দলিল সম্পাদনের মুল ভুমিকায় থাকেন, এবং দক্ষ দলিল লেখকের উপরই পুরোপুরি নির্ভর করে ক্রেতা ও বিক্রেতা।
তাই একজন দলিল লেখন পরিপূর্ণ ভাবে দক্ষ না হলে কারনে বা অকারনেই চরম বিপদে বা ভোগান্তি তে পরতে পারে একটি দলিলের   ক্রেতা  বা  বিক্রেতা।  
গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাধান মন্ত্রী শেখ হাসিনা জনগনের সেবার মান উন্নতি কল্পে বিভিন্ন আধুনিক সেবা প্রাদানের মাদ্ধমে সাধারন জনগণের ভোগান্তি দুর করতে কাজ করছে তাই আমরাও তার প্রচেষ্টায়  সামিল হয়ে সম্পত্তি রেজিস্ট্রি  করতে  রাষ্ট্রীয় নিয়ম নীতি মোতাবেক  দলিল  সম্পাদন করনের  মাদ্ধমে  সাধারণ জনগনের হয়রানি ও ভোগান্তি কমাতে  সহযোগিতা করি ।   
Attachments area

সর্বশেষ খবর