সব

সাভারে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করছে ফায়ার সার্ভিস

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 5th April 2019at 11:52 am
74 Views

আমারবাংলা ডেস্কঃ বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাজধানীর বহুতল ভবন পরিদর্শন শুরু করেছে ফায়ার সার্ভিস। ১০ তলার উপর সব ভবনের অগ্নি নির্বাপণ ব্যবস্থা, নকশা ও অন্যান্য নিরাপত্তার দিক খতিয়ে দেখা হচ্ছে তারা। গত দুই দিন ধরে সাভারে এ কার্যক্রমে যেসব ভবন পরীক্ষা করা হয়েছে তার কোনটিই ত্রুটিমুক্ত পাওয়া যায়নি।

পরিদর্শনে যাওয়া কর্মকর্তারা বলছেন কোন ভবনই ত্রুটিমুক্ত নয়। কোন না কোন সমস্যা আছে। এছাড়া এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের পর অভিযান পরিচালনার কথা বলা হলেও রাজউক মূলত ভবনগুলো পরীক্ষা করছে। বলা হচ্ছে সমস্যা চিহ্নিত করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
সাভারের পৌর এলাকার বিভিন্ন ভবন পরিদর্শন করে অগ্নি ঝুকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার বিকেলে সাভারের তালবাগ ও থানা স্ট্যান্ড এলাকায় বিভিন্ন ভবন পরিদর্শন শেষে অগ্নি ঝুকিপূর্ণ ভবনে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। সাইনবোর্ডগুলিতে লিখা রয়েছে- ‘ভবনটি অগ্নি ঝুকিপূর্ণ’। এ সময় সাভার তালবাগ এলাকার ১০ তলা সিটি টাওয়ার এবং থানা রোড এলাকার বিসমিল্লাহ টাওয়ার পরিদর্শন করা হয়।

পরিদর্শন শেষে ওই দুই ভবনে অগ্নি নির্বাপকের জন্য পর্যাপ্ত ব্যবস্থা, একটি মাত্র সিঁড়ি ও জরুরি মুহূর্তে নির্গমনের দিক নির্দেশনা না থাকায় অগ্নিঝুঁকি ভবন হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড টানিয়ে দেয় ফায়ার সার্ভিস।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার লিটন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অভিযান শুরু করেছি। সাভার পৌর এলাকার গড়ে উঠা বহুতল ভবনগুলোতে কোনও ধরনের ত্রুটি এবং ফায়ার সেফটি নিরাপত্তা আছে কি না এসব পরীক্ষা করা হচ্ছে। অভিযানে ১০ তলা ভবনের ওপরের বহুতল ভবনগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ করা শুরু করা হয়েছে।’

পরিদর্শনে যাওয়া কর্মকর্তারা বলছেন, মাত্র কয়েক তলার অনুমোদন নিয়ে তৈরি করা হয়েছে বহুতলা। নকশায় রয়েছে গড়মিল। এমনকি জাল নকশারও সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ। ভবন আবাসিকের অনুমোদন নিয়ে চালানো হচ্ছে বাণিজ্যক। নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি নির্গমন পথ ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা। আবার বেজমেন্টে জেনারেটরসহ রাখা হয়েছে বিভিন্ন সরঞ্জাম। নিয়ম বহির্ভূত এমন ত্রটিপূর্ণ অসংখ্য ভবনের হদিস মিলছে সাভারে।


সর্বশেষ খবর