আমিও বয়ে বেড়াচ্ছি বিশ্বসুন্দরীর শোভাকে
বিনোদন ডেস্কঃ ১৬’ই ফেব্রুয়ারি, দিদির সাথে প্রথম সাক্ষাত আমার। দেখাতেই বুকে জড়িয়ে নিলেন আর এক নিঃশ্বাসে বলে দিলেন, ”দেখ পরী আমি ছবিটা বানাতে চাই। খুব করে চাই, একদম মনের মতো করে চাই। ঠিক তেমন তোমাকে চাই বিশ্বসুন্দরীতে। তুমি আমার বিশ্বসুন্দরী। তুমিই আমার শোভা। আমি আর কিছুই ভাবতে চাই না, ভাবতে পারবো না। হবে না পরী তুমি ছাড়া !!”
আমি বুঝে উঠতে পারছিলাম না কি বলবো। কি বলা উচিত! এতো উচ্ছ্বাস, এতো আবেগ, এতো ভালোবাসাপূর্ণ একজন মানুষ কতখানি দরদ নিয়ে সিনেমাকে ধারণ করেন কেবল সেটাই দেখছিলাম মুগ্ধ হয়ে…
তারপর ছোট্ট করে বললাম, শুধু গল্পটা শুনতে চাই দিদি। দিদি আরো উচ্ছ্বাসিত হয়ে শুরু করে দিলেন গল্প বলা…….
আমি তার মুখের দিকে চেয়ে পুরো সিনেমাটা দেখে ফেললাম। আহা …………!!!
দিদি আই লাভ ইউ
আর কিছু বলতে হয়নি আমার। দিদি তার শোভাকে ভর করিয়ে দিলেন আমার উপর। সেই থেকে আমিও বয়ে বেড়াচ্ছি বিশ্বসুন্দরীর শোভাকে। খুব শিগগিরই সেই শোভা দর্শকদের হয়ে যাবে ইনশাল্লাহ।
বিশ্বসুন্দরী
(ফেসবুক থেকে সংগৃহীত)