সব

‘বাহুবলী’ চরিত্রে অভিনয় করতে চান ওয়ার্নার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 5th April 2019at 11:24 am
FILED AS: খেলা
69 Views

খেলাধুলা ডেস্কঃ আন্তর্জাতিক আঙিনায় নির্বাসনের কালো অধ্যায় পেরিয়ে দুর্দান্তভাবে ফিরেছেন করেছেন ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে। হায়দরাবাদের হয়ে ব্যাট হাতে যেন ‘বাহুবলী’ ডেভিড ওয়ার্নার। আইপিএলের প্রথম তিন ম্যাচ অন্তত বলছে সে কথাই। আর ক্রিকেট মাঠে ব্যাট হাতের পাশাপাশি এবার রুপালি পর্দাতেও ‘বাহুবলী’ হতে চান ডেভিড ওয়ার্নার। ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে একটি প্রোমোশনাল ভিডিওটিতে এমনই ইচ্ছাপ্রকাশ করলেন মারকুটে এই অজি ব্যাটসম্যান।

দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির ‘বাহুবলী’-কে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে হেভিওয়েট সিনেমা বললেও কম বলা হবে। যার ব্যপ্তি ছড়িয়ে পড়েছিল পৃথিবীর বিভিন্ন দেশে। অগাধ প্রশংসা কুড়িয়ে নিয়েছিল দর্শকমহলের। বাহুবলী সিরিজের দ্বিতীয় ছবিটি আবার ব্যবসার নিরীখে পিছনে ফেলে দিয়েছে ভারতের অন্যান্য সব সিনেমার রেকর্ডকে। আর সেই ‘বাহুবলী’ চরিত্রের ভক্ত ডেভিড ওয়ার্নারও।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একটি প্রোমোশনাল ভিডিও শুট করার সময় উইলিয়ামসন এবং ওয়ার্নারকে অভিনয়ে তাদের ইচ্ছা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। প্রত্যুত্তরে উইলিয়ামসন এবিষয়ে একেবারে অনিচ্ছুক জানালেও সুযোগ পেলে বাহুবলী চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন ডেভিড ওয়ার্নার। ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল টুইটার পেজে সেই ভিডিও পোস্ট হতেই প্রতিক্রিয়া জানাতে থাকেন অনুরাগীরা।

এখানেই শেষ নয়। ওয়ার্নারের ইচ্ছা শুনে টিম বাহুবলী তাদের অফিসিয়াল টুইটার পেজে অজি ব্যাটসম্যানকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁড়ে দেয়। ওয়ার্নারকে তাদের তরফ থেকে জানতে চাওয়া হয় বাহুবলী না বল্লাল দেব, কোন চরিত্রে অভিনয়ে ইচ্ছুক সে। এরপর বাহুবলীর পোস্টারের অনুকরণে তাদের অফিসিয়াল পেজে একটি পোস্টার রিলিজ করে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি। হেলমেট উঁচিয়ে একটি হাতের ছবিতে ক্যাপশন হিসেবে লেখা হয়, ‘বাহুবলীর চরিত্রে ডেভিড ওয়ার্নার।’ যা রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়।


সর্বশেষ খবর