চাকরি জাতীয়করণের দাবিতে তিতুমীর কলেজে বেরসরকারি কর্মচারীদের মানববন্ধন
মোঃ সাখাওয়াত হোসেনঃ চাকরি জাতীয়করণের দাবিত মানববন্ধন করেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের বেসরকারি কর্মচারীবৃন্দ।
বুধবার (৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ‘সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন তিতুমীর কলেজ ইউনিট’।
সরকারি কলেজের বেরকারি কর্মচারী ইউনিয়ন তিতুমীর কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে মানববন্ধনে কলেজের সকল বেসরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় তাদের হাতে ‘ডালভাত খেয়ে বাঁচতে চাই’ ‘চাকরির ক্ষেত্রে বৈষম্য কেনো’ ‘ভালোভাবে বাঁচতে চাই’ ‘চাকরি সরকারিকরণ করতে হবে’ লেখা সম্বলিত বিভিন্ন প্লেকার্ড দেখা যায়।
মানববন্ধনে তারা তিনটি দাবি উথাপন করেন। দাবিগুলো হলো, ১। বেসরকারি কর্মচারিদেরকে নিয়োগের তারিখ হতে জাতীয়করণ করতে হবে, ২। জাতীয়করণের পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করতে হবে, ৩। প্রতিটি কলেজের অধ্যক্ষের বেসরকারি কর্মচারীদেরকে সরকারিকরণের ক্ষমতা দিতে হবে।
সরকারি কলেজের বেরকারি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও তিতুমীর কলেজ ইউনিটের সভাপতি আবুল খায়ের বলেন, ‘আপনারা জানেন অন্যান্য মন্ত্রণালয়ে মাস্টাররোলে নিয়োগ হলে পরবর্তীতে জাতীয়করণ করা হয়। কিন্তু আমরা যারা কলেজে চাকরি করি আমাদেরকে এখনো সরকারিকরণ করা হয়নি। তিতুমীর কলেজ ২৫০জন কর্মচারী চাকরি করলেও ১৫ থেকে ২০ জন সরকারি, বাকি সবাই বেসরকারি।’
তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি মাদার অব হিউম্যানিটি। আপনি আমাদের দিকে তাকান। আপনি আমাদের বাঁচান, আমরা ভালোভাবে বাঁচতে চাই, আমাদের ছেলে-মেয়েদের নিরাপদ ভবিষ্যৎ চাই। আমরা বেতন বৈষম্য ও বেসরকারি কর্মচারী হওয়ার কারণে ছেলেমেয়েদেরকে ভালো সম্বন্ধও দিতে পারি না। আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করুন। ’
তিনি আরও জানান, কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে এ মাসের ১৫ তারিখের মধ্যে সারাদেশের সকল কলেজের কর্মচারীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন।