সব

শীঘ্রই বাজারে আসছে নকিয়ার এ১ স্মার্টফোন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 3rd April 2016at 8:11 pm
24 Views

20ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোনের বাজারে অনেকেই ভুলতে বসেছে এক সময়ের সাড়া জাগানো ব্র্যান্ড নকিয়াকে। কেননা ২০১৩ সালের শেষের দিকে ফিনল্যান্ডের প্রতিষ্ঠান নকিয়ার মোবাইল বিভাগটি মাইক্রোসফট কিনে নেওয়ার পরে, মাইক্রোসফট নকিয়ার স্মার্টফোনের নাম পরিবর্তন করে ‘মাইক্রোসফট’ নামে স্মার্টফোন বাজারজাত শুরু করে।

ফলে স্মার্টফোনের বাজার থেকে বিদায় নেয় নকিয়া ব্র্যান্ডটি। তবে মাইক্রোসফটের সঙ্গে নকিয়ার চুক্তি শেষ হচ্ছে ২০১৬ সালে। এর পরই ফের স্মার্টফোনে নিজেদের নকিয়া নামটি ব্যবহার করতে পারবে ফিনল্যান্ডের নকিয়া প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের সঙ্গে চুক্তি শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় স্মার্টফোনের বাজারে ফেরার জন্য নকিয়ার প্রস্তুতি চলছে জোরেশোরেই। গত বছরে শোনা গিয়েছিল নতুন ই১ কিংবা সি১ মডেলের স্মার্টফোনের মাধ্যমে বাজারে প্রত্যাবর্ধন করতে পারে নকিয়া।

কিন্তু অ্যান্ড্রয়েড অথোরিটিতে ফাঁস হওয়া সাম্প্রতিক তথ্যানুসারে, ‘নকিয়া এ১’ নামক স্মার্টফোনের মাধ্যমে বাজারে আত্মপ্রকাশ করবে নকিয়া। সাইটটিতে নকিয়ার নতুন স্মার্টফোনটির ছবি ও কিছু ফিচার প্রকাশ করা হয়েছে।

ছবিতে দেখা গেছে, নকিয়া এ১ এর ইন্টারফেস হিসেবে রয়েছে নিজস্ব জেড লঞ্চার। আর ফিচারের ক্ষেত্রে বলা হয়েছে, ৫.৫ ইঞ্চি স্ক্রিনের এই স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ মার্সম্যালো।

প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২। ফলে মনে করা হচ্ছে, এটি মিডরেঞ্চের স্মার্টফোন হিসেবে বাজারে আসবে। বিস্তারিত ফিচার জানা যায়নি। ফোনটির শিপিং এ বছরেই শুরু হবে জানা গেছে।

নকিয়া কর্তৃপক্ষ এ১ স্মার্টফোনটির ব্যাপারে এখনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ না করলেও, নকিয়া প্রেমীদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আলোচনা ও উৎসাহ সৃষ্টি হয়েছে নতুন এই স্মার্টফোনটিকে ঘিরে।

অন্যদিকে, ফিচার ফোনের ক্ষেত্রে চুক্তি অনুযায়ী মাইক্রোসফট নকিয়া ব্র্যান্ড ব্যবহার করতে পারবে দশ বছর পর্যন্ত।


সর্বশেষ খবর