সব

পুলিশ বক্সে হামলায় মামলা, আসামি ৩০০

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 5th April 2019at 7:45 pm
70 Views

 

জেলা ডেস্কঃ মজুরি কমিশন বাস্তবায়ন এবং বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দাবিতে পাটকল শ্রমিকদের ধর্মঘট-অবরোধ চলাকালে খুলনার দৌলতপুর থানা এলাকার পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে দৌলতপুর থানার এসআই অমিত কুমার বাগচী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে দুপুরে নগরীর নতুন রাস্তা মোড়ে অবস্থিত পাবলা পুলিশ বক্সে ওই হামলার ঘটনায় চার পুলিশ আহত হন বলে অভিযোগ পাওয়া যায়।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, দৌলতপুর, খালিশপুর, দিঘলিয়া, আলীম, ইস্টার্ন, যশোরের কার্পেটিং ও জেজেআই জুটমিলের শ্রমিকরা নিজেদের কারখানার ফটকের সামনে ধর্মঘট শুরু করে। সকাল ৮টার দিকে খালিশপুরের শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে নতুন রাস্তার মোড়, আটরার শ্রমিকরা আলীম গেইট এবং নওয়াপাড়া রাজঘাট এলাকার শ্রমিকরা খুলনা-যশোর মহাসড়কে অবস্থান নেয়।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা খুলনা-যশোর মহাসড়ক ও রেলপথ অচল করে দেয়। তারা রাস্তা ও রেললাইনের ওপর আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। দুপুর ১২টা পর্যন্ত এ অবস্থা চলায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। যানজট তৈরি হয় খুলনা-যশোর মহাসড়কে।

সকাল ১০টার দিকে শ্রমিকদের একটা অংশ দৌলতপুর থানা এলাকার পুলিশ বক্সে ভাঙচুর চালায়। ওই সময় ট্রাফিক ইন্সপেক্টর আবুল বাশার, কনস্টেবল মনির, রায়হান ও রাতুল আহত হন বলে অভিযোগ পাওয়া যায়।


সর্বশেষ খবর