সব

‘প্রযোজক কম্প্রোমাইজ করতে বলেছিলেন, কিন্তু আমি বললাম

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 6th April 2019at 10:12 am
64 Views

বিনোদন ডেস্কঃ গ্ল্যামার ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক সময়ই সাধারণ মানুষের খুব ভালো ধারণা থাকে। কিন্তু তার কতটা সত্যি? এরও অন্ধকার দিক রয়েছে। সম্প্রতি সে দিক নিয়ে মুখ খুললেন ভারতের দক্ষিণী অভিনেত্রী শ্রুতি মরাঠে। কথা বললেন, তার কাস্টিং কাউচের অভিজ্ঞতা নিয়ে।

শ্রুতির কথায়, এই ইন্ডাস্ট্রি নিয়ে মানুষের অনেক ভুল ধারণা রয়েছে। অনেক দিন ধরে কাজ করছি তো। আমাদেরও খারাপ দিন যায়। একবার এক প্রযোজক একটি ছবির প্রধান চরিত্র অফার করেছিলেন। প্রথমে তার আচরণে পেশাদারি মনোভাব থাকলেও পরে তিনি কম্প্রোমাইজ করার জন্য জোর করতে থাকেন। আমি বলেছিলাম, আমাকে তোমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে বলছো? হিরোর জন্য কাকে বেছে রেখেছো? এই উত্তর শুনে আর কিছু বলার সাহস পাননি। সেই প্রজেক্ট থেকে বেরিয়েও এসেছিলাম।
প্রথমে মরাঠি ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও, পরে তামিল, তেলুগু ভাষার ছবিতেও অভিনয় করেছেন তিনি। প্রথম দিকে সাহসী পোশাক পরতে হলেও কোনও প্রশ্ন করতেন না তিনি। আদৌ তার চরিত্রের জন্য ছোট পোশাক পরার প্রয়োজন কিনা, তা-ও জানতে চাইতেন না। কিন্তু পরে ছবিতে সে সব পোশাকে দেখে তাকে নাকি মেনে নেননি দর্শক। এমনকি ট্রোল হতে হয়। তখন নিজের ভুল বুঝতে পেরেছিলেন। প্রতিবাদ করতে শিখেছেন।

শ্রুতির মতে সব মেয়েদের এগিয়ে যাওয়া উচিত। ভয় না পেয়ে নিজের কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন শ্রুতি।


সর্বশেষ খবর