মালয়েশিয়ার রাজকীয় নৌ-ঘাঁটিতে বাংলাদেশের নৌ-জাহাজ
আমারবাংলা ডেস্কঃ মালয়েশিয়ার রাজকীয় নৌঘাঁটি লুমুটে বাংলাদেশ নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস প্রত্যয়কে অভ্যর্থনা জানানো হয়েছে। আগামী ২২ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চীনে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০১৯’-এ অংশ নেবে জাহাজটি।
এ উপলক্ষে গত ৩ এপ্রিল সন্ধ্যায় বিএনএস প্রত্যয়ে অনবোর্ড অভ্যর্থনা এবং নৈশভোজের আয়োজন করা হয়। এতে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম সস্ত্রীক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নেভাল স্পেশাল ফোর্সের কমান্ডার ফার্স্ট অ্যাডমিরাল দাতু আনুর বিন হাজি ইলিয়াস। এছাড়া মালশিয়ার রাজকীয় নৌ-বাহিনীর লুমুট ঘাঁটির উচ্চপদস্থ কর্মকর্তারা স্বস্ত্রীক, দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা এয়ার কমডোর হুমায়ূন কবির সস্ত্রীকসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিউটিফুল বাংলাদেশ ভিডিও চিত্রটি প্রদর্শন করা হয় এবং বাংলাদেশ নৌ-বাহিনী অর্কেস্ট্রা দল কর্তৃক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সুএঃ বাংলাদেশ প্রতিদিন।