১২ ঘণ্টার মধ্যে দুই দেশে মালিঙ্গার ১০ উইকেট শিকার
খেলাধুলা ডেস্কঃ মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দুই দেশের দুই লিগে অংশ নিয়ে ১০ উইকেট শিকারের নজির গড়লেন শ্রীলংকার পেসার মালিঙ্গা। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এবং নিজ দেশে ঘরোয়া ৫০ ওভারের ম্যাচে দুই দলের হয়ে অংশ নিয়ে তিনি এই বিরল রেকর্ড গড়েন।
বুধবার রাতে আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মালিঙ্গা। সেই ম্যাচ শেষে শ্রীলংকার ঘরোয়া লিস্ট এ’ টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার খুব সকালেই আবার বিমানে চেপে ক্যান্ডি পৌঁছেন মালিঙ্গা। দেশে ফিরে সকাল পৌনে দশটায় শুরু হওয়া ম্যাচে লিস্ট এ’তে নিজের রেকর্ড ৪৯ রানে ৭ উইকেট শিকার করেন গলের হয়ে খেলা মালিঙ্গা। ক্যান্ডির বিপক্ষে ম্যাচে তার বোলিং ফিগার ছিল ৯.৫-০-৪৯-৭।
প্রসঙ্গত, শ্রীলংকা ক্রিকেট তাদের ওয়ানডে অধিনায়ককে পুরো এপ্রিল মাস জুড়েই আইপিএল খেলার অনুমতি দিয়েছিল। কিন্তু আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজ দেশে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টেও অংশ নেয়ার সিদ্ধান্ত নেন তিনি।