সব

খালেদা জিয়াকে নিয়ে সরকার তামাশা’ শুরু করেছে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 6th April 2019at 7:03 pm
75 Views

 

অনলাইন ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিয়ে সরকার ‘তামাশা’ শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

খালেদা জিয়ার মুক্তি দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘এই সরকার বিএনপি চেয়ারপারসনের ওপর অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন চালিয়ে বিনা চিকিৎসায় তাকে তিল তিল করে মৃত্যুপথযাত্রী করছে। কয়েকদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক গণমাধ্যমকে বলেন– খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তাতে যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তার স্বাস্থ্যের বর্তমান অবস্থা খুবই খারাপ এবং খুবই উদ্বেগজনক। তারা খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার সুপারিশও করেছেন। কিন্তু সরকার তার জীবন নিয়ে তামাশা শুরু করেছে। এখন হাসপাতাল কর্তৃপক্ষও সরকারের সুরে তাল মেলাচ্ছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে অবশ্যই মুক্তি দিতে হবে। গণতান্ত্রিক অধিকারহারা মানুষ ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে এখন আরও বেশি ঐক্যবদ্ধ। যেকোনো মুহূর্তে জনগণের ধৈর্য্যের বাঁধ ভেঙে যাবে এবং আওয়ামী লীগের দুঃশাসনের অবসান ঘটাবে।’


সর্বশেষ খবর