তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি নির্দেশ
অনলাইন ডেস্কঃ বরগুনার তালতলীতে স্কুল ভবনের ভিম ধ্বসে শিক্ষার্থী হতাহতের ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের কঠিন শাস্তি নিশ্চিতের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো.তাজুল ইসলাম। আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্দেশ দেওয়ার কথা জানান তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘এই ধরনের দুর্ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকে দায়িত্বপ্রাপ্ত সংস্থা এলজিইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা, পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে চিহ্নিত করে দ্রুত সেখানে নতুন ভবন নির্মাণের পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
গতকাল শনিবার দুপুরে বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ৫ নং ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের ছাদের ভিমের অংশ ধ্বসে পড়ে। এতে তৃতীয় শেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয় একই শ্রেণির আরো চার শিক্ষার্থী।