সব

এসি বাস পেলেন ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 9th April 2019at 6:50 am
76 Views

নিজস্ব প্রতিনিধিঃ  শিক্ষার্থীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) নতুন দুটি বাস উপহার দিয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। গতকাল সোমবার (৮ এপ্রিল) বেলা ১১টায় সাভারের আশুলিয়া ক্যাম্পাসে ফিতা কেটে বাস দুটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল। ভারতের বিখ্যাত মোটর কোম্পানি অশোক লে-ল্যান্ড ব্র্যান্ডের গাড়ি দুটির প্রতিটি ৪৯ আসনের।

বাস দুটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি লিয়াকত হোসেন মোগল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের দ্বায়িত্ব হলো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়া। আর আমাদের দ্বায়িত্ব হলো তোমাদের পড়াশোনা নির্বিঘœ করার আয়োজন করে দেয়া।’

ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ও বর্তমান সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা শুধু পরিবারের নয়, দেশের সম্পদ হয়ে ওঠো।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও রেজিস্ট্রার আবুল বাশার খান।

বাস উদ্বোধন অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার এ এস মাহমুদ, ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ইনচার্জ এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আমিনুল হক এবং একই ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমানসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর