তিতুমীর কলেজ শিক্ষার্থীকে বলাকা বাসের হেল্পার আহত করায় মানববন্ধন
মোঃ সাখাওয়াত হোসেনঃবলাকা বাসের হেল্পার ধাক্কা দিয়ে সরকারি তিতুমীর কলেজের গনিত বিভাগের ২০১৪-২০১৫ সেশনের ছাত্র অন্তু ইখতিয়ারকে আহত করার প্রতিবাদে উত্তার রয়েছে তিতুমীর কলেজ ক্যাম্পাস। এনিয়ে মঙ্গলবার সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান,আমরা তিতুমীর হাজার হাজার শিক্ষার্থী অধ্যয়ন করি। পর্যাপ্ত আবাসন ব্যবস্থার অভাবে আমাদের বাহিরে থাকতে হয়। কিন্তু বাসের হেল্পারদের অমানবিক আচরনে আমরা অতিষ্ঠ হয়ে পড়ছি। তারা আমাদের কাছ থেকে হাফ ভাড়া তো নেয় না বরং খারাফ আচরন করে। আজ অন্তুকে আহত করেছে কাল অন্য জনকে করবে। এভাবে হলে আমরা তো আর চুপ করে বসে থাকতে পারি না।
তারা জানান, অনতি বিলম্বে সরকার এইসব বেপরোয়া ড্রাইবার এবং হেলপারদের দ্রুত শাস্তির আওতায় আনবে। এবং অন্তুকে আহত করার আমরা সুষ্ঠু বিচার পাবো।
এনিয়ে কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল জানান, অন্তু ইখতিয়ারকে আহত করার ঘটনা তদন্ত করে হেলপারকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা ছাত্রছাত্রীদের যে কোন যোক্তিক আন্দোলনের পাশে আছি।কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন জানান,আমরা অতিশিগ্রই বাস মালিক সমিতির সাথে কথা বলব। অতিতেও আমরা অনেক অভিযোগ পেয়েছি বাসের ড্রাইভাররা আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে হাফ ভাড়া না নিয়ে বিভিন্ন খারাফ আচরন করে। এইবার এর সমাধান না পেলে আমরা প্রশাসনের সরনাপন্ন হবো ।
মানববন্ধনে ছাত্রছাত্রীরা বেশকিছু দাবী তুলে ধরেন। দাবী গুলো হলোঃ
* আইন অমান্যকারী চালক ও বেপরোয়া হেল্পারদের শাস্তি চাই।
* চালকদের উন্নত প্রশিক্ষন ও সড়ক পরিবহন আইনের যথাযথ প্রয়োগ চাই।
* সকল শিক্ষার্থীর হাফ ভাড়া কার্যকর চাই।
* অন্তু সহ চালক ও হেল্পার দ্বারা দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসার খরচ বহন।
উল্লেখ্য গত ৬ এপ্রিল পরিক্ষা শেষে সরকারি তিতুুমীর কলেজ শিক্ষার্থী অন্তু ও তার বন্ধুরা মহাখালী আমতলী বাস ষ্টান্ড থেকে উত্তরা যাওয়ার উদ্দেশ্যে বলাকা বাসে উঠার চেষ্টা করে। কিন্তু অতিরিক্ত যাত্রি হওয়ায় বাসে যাত্রি না নিয়ে দ্রুত চলে যেতে গেলে অন্তুর হাতটি দরজার সাথে আটকে যায়। এ নিয়ে তার সাথে থাকা সহপাঠিরা প্রতিবাদ করলে তার হাতের উপর ইচ্ছা পূর্বক দরজা দিয়ে দেয় কন্টাকটার, দরজার একটি পাশে থাকা কাঁচ ভেঙ্গে এসে সরাসরি তার মুখে লাগে। সে বাস থেকে নামতে পারলেও তার দুই ঠোট কেটে যায়। তার সাথে থাকা বন্ধুরা বাসটি ধাওয়া করলে দ্রুত গতিতে বাসটি পালিয়ে যায়।