সব

মসজিদের পুকুর লিজ নেয়াকে কেন্দ্র করে মারধরের অভিযোগ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 10th April 2019at 3:35 pm
80 Views

রনী আহম্মেদঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় মসজিদের পুকুর লিজ নেয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় একজন আহত হয়েছে। উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের এতিমখানার মসজিদের পুকুরকে কেন্দ্র করে গত ০৭/০৪/২০১৯ইং সকাল ৭টায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে ও এলাবাসীর সুত্রে জানা যায়-উপজেলার লাখিরপাড় গ্রামে এতিমখানা মসজিদের পুকুরটি ৬ বছরের জন্য লিজ নেয় লাখিরপাড় গ্রামের সমিরুদ্দিন সিকদারের ছেলে সামাদ সিকদার, আগামী ৩০ আষাঢ় পর্যন্ত তাহার লিজের সময় শেষ হবার কথা। এরই অংশ হিসাবে ঐ দিন সকাল বেলা পুকুরে পোনা ছাড়া উদ্দেশ্যে পানি ভরাট করতে গেলে একই গ্রামের বাচ্চু মুন্সির ছেলে শাওন মুন্সি (৩০) সামাদ মিয়াকে পানি ভরাট করতে বাধা দেয় এবং বলে তুই পুকুরে পানি ভরাট করতে পারবি না, তুই এই পুকুরের পাড় নষ্ট করেছিস, তুই এই পুকুরের পাড় ভরাট করে দিবি। শাওন মুন্সি বলেন- আমি পানি ভরাট করতে বাধা দিলে সামাদ মিয়া ও রফিক মিয়া আমাকে বেধড়ক মারপিট করে আহত করে। পরে হাসপাতালে ভর্তি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে সামাদ সিকদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন- মসজিদ কমিটির কাছ থেকে এই পুকুরটি আমি ৬ বছরের জন্য লিজ নিয়েছি। আগামী ৩০ আষাঢ় পর্যন্ত চুক্তি অনুযায়ী সময় আছে। এরই অংশ হিসাবে পুকুরে পানি ভরাট করতে গেলে শাওন মুন্সি আমাকে পানি ভরাট করতে বাধা দেয় এবং মারধর করতে তেড়ে আসে। অথচ ও মসজিদ কমিটির কেউ না। আমিও কোন প্রকার মারধর করিনি। আমি পঙ্গু মানুষ আমার পা ভাঙ্গা আমি কি করে ওকে মারতে যেতে পারি। ও আমাকে মারার উদ্দেশ্যে ধাওয়া করলে পড়ে গিয়ে ব্যাথা পায়। আমি কোন মতে পালিয়ে রক্ষা পাই। ও আমাকে ফাসানোর জন্য হাসপাতালে ভর্তি হয়ে থানায় মিথ্যা অভিযোগ জানায়।

আমি এলাকাবাসী ও প্রশাসনের নিকট সুষ্ট তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানাই। এ ব্যাপারে স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও ইউপি মেম্বর ফারুক হাওলাদার বলেন- ছেলেটির পূর্বেও অনেক খারাপ রেকর্ড আছে, প্রায়ই ও এধরনের ঘটনা ঘটিয়ে থাকে। ঐ দিনকে হাসপাতালে ভর্তি ও থানায় অভিযোগ জানানোর মত কোন ঘটনাই ঘটেনি। এ ব্যাপারে পুলিশের তদন্ত কর্মকর্তার নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন- একটি অভিযোগ হয়েছে দুই পক্ষ থেকে এলাকায় বসে শালিস বৈঠকের মাধ্যমে মিমাংশা হওয়ার কথা চলছে।


সর্বশেষ খবর