সব

আদালতের নির্দেশে কোর্ট চত্বরে মাদক ও জাল রুপী ধ্বংশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 10th April 2019at 3:39 pm
78 Views

 

ফাহিম ফরহাদঃ আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্য ও ভারতীয জাল রুপী, পুড়িয়ে ও রোড রোলার কোষ্টার দিয়ে পিষে প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে। সোমবার বিকেলে কোর্ট চত্বর সংলগ্ন রাস্তা স্থানে এসব মাদক দ্রব্য ও ভারতীয় জাল রুপী ধ্বংসে তদারকি করেন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো.আব্দুল মালেক ও মো.মাইনুল ইসলাম।

কোর্ট পুলিশ পরিদর্শক রওশন আলী জানান,ধ্বংসকৃত মালামালের মধ্যে রয়েছে ১১,৮৪৭ বোতল ফেনসিডিল,৭,১১২ পিস ইয়াবা, ৯৪০ গ্রাম হেরোইন,৬৭লিটার বাংলা মদ ও ১২ লক্ষ ভারতীয জাল রুপী।

তিনি বলেন, বিভিন্ন সময় জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল থানা সহ গোয়েন্দা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসমস্ত মাদক ও ভারতীয় জাল রুপী জব্দ করেন। এগুলো চলমান বিভিন্ন মামলার নমুনা রক্ষিত আলামত। এছাড়া এসবের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে জিডিমূলে জব্দকৃত মাদকদ্রব্যও রয়েছে বলে জানান কোর্ট পুলিশ পরিদর্শক রওশন আলী।


সর্বশেষ খবর