আদালতের নির্দেশে কোর্ট চত্বরে মাদক ও জাল রুপী ধ্বংশ
ফাহিম ফরহাদঃ আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্য ও ভারতীয জাল রুপী, পুড়িয়ে ও রোড রোলার কোষ্টার দিয়ে পিষে প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে। সোমবার বিকেলে কোর্ট চত্বর সংলগ্ন রাস্তা স্থানে এসব মাদক দ্রব্য ও ভারতীয় জাল রুপী ধ্বংসে তদারকি করেন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো.আব্দুল মালেক ও মো.মাইনুল ইসলাম।
কোর্ট পুলিশ পরিদর্শক রওশন আলী জানান,ধ্বংসকৃত মালামালের মধ্যে রয়েছে ১১,৮৪৭ বোতল ফেনসিডিল,৭,১১২ পিস ইয়াবা, ৯৪০ গ্রাম হেরোইন,৬৭লিটার বাংলা মদ ও ১২ লক্ষ ভারতীয জাল রুপী।
তিনি বলেন, বিভিন্ন সময় জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল থানা সহ গোয়েন্দা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসমস্ত মাদক ও ভারতীয় জাল রুপী জব্দ করেন। এগুলো চলমান বিভিন্ন মামলার নমুনা রক্ষিত আলামত। এছাড়া এসবের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে জিডিমূলে জব্দকৃত মাদকদ্রব্যও রয়েছে বলে জানান কোর্ট পুলিশ পরিদর্শক রওশন আলী।