সব

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 22nd April 2019at 3:03 pm
62 Views

আমারবাংলা ডেস্কঃ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি টাকা সমমূল্যের ১.৯৭০ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল রবিবার কাস্টমস গোয়েন্দা দুবাই থেকে ঋত ৫৫৮৯ ফ্লাইট যোগে আগত মো. রফিক উল্লাহ নামের ওই যাত্রীকে এসব স্বর্ণসহ আটক করে। মো. রফিক উল্লাহর বাড়ি চট্টগ্রামের রাউজানে।

গোপন সংবাদের ভিত্তিতি কাস্টমস গোয়েন্দা দল উক্ত ফ্লাইটে আগত যাত্রীদের দিকে নজর রাখে এবং বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। গ্রিন চ্যানেল অতিক্রম করার প্রাক্কালে যাত্রীকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। স্বর্ণ থাকার কথা অস্বীকার করায় তল্লাশি করে ব্যাগেজ এর অভ্যন্তরে বিশেষ কায়দার স্পিকার এর ভিতর নীল রঙের কার্বন পেপার দিয়ে মোডানো ৭টি স্বর্ণের চাকতি, দেহে পরিহিত কোমরের বেল্ট এর স্বর্ণের ব্রকলেস ১ টি, প্যান্টের হুক ৮০ টুকরা যা স্বর্ণের সদৃশ ও ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয় ।
জব্দকৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর