শ্রীলঙ্কায় হামলার ঘটনায় আমার এক আত্মীয়কে হারিয়েছি: টিউলিপ
আমারবাংলা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ পার্লামেন্টের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক জানিয়েছেন, শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলার ঘটনায় তার এক আত্মীয় মারা গেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লেখেন, “শ্রীলঙ্কার হামলায় আমার এক আত্মীয়কে হারিয়েছি। পুরো ঘটনাটিই অত্যন্ত হৃদয়বিদারক। আশা করি, সবাই নিরাপদে আছে। শ্রীলঙ্কার জনগণের পাশে আছি।”
উল্লেখ্য, রবিবার ছিল ইস্টার সানডে। এটি খ্রিস্টধর্মে বিশ্বাসীদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ একটি দিন। দিবসটি উদযাপনের সময় শ্রীলঙ্কার রাজধানী শহর কলম্বোর কচ্চিকাডের সেন্ট অ্যান্থনি গির্জা, নিগাম্বোর সেন্ট সিবাস্তিয়ান গির্জা ও বাত্তিকালোয়ার জিওন গির্জায় এই হামলার ঘটনা ঘটে।
এছাড়া রাজধানীর শাংরি-লা হোটেল, সিনামন গ্রান্ড ও কিংসবারি পাঁচ তাঁরা হোটেলেও বিস্ফোরণ হয়। এরপর আরও দুটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
রিপোর্ট লেখা পর্যন্ত ওই সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৩৫ জন বিদেশি পর্যটক বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০০ জন। (সুএঃ বাংলাদেশ প্রতিদিন।)