সব

শিক্ষার্থীদের দাবি পূরণের উদ্যোগ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 24th April 2019at 9:11 pm
58 Views

 

অনলাইন ডেস্কঃ বিভিন্ন সমস্যা ও জটিলতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অসুবিধা সৃষ্টি হওয়ার কথা স্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে শিক্ষার্থীদের দাবি পূরণের উদ্যোগের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি নিয়ে আজ বুধবার বিকালে তাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

বুধবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের এই দাবি পূরণের উদ্যোগের কথা জানানো হয়।

গৃহীত উদ্যোগের মধ্যে রয়েছে, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার ৯০ কার্যদিবসের মধ্যে সকল বিষয়ের ফলাফল প্রকাশ করার ব্যাপারে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সকল বিষয়ে অধিক হারে অকৃতকার্য হয়েছে, তদবিষয়ে আবেদনক্রমে পুনর্মূল্যায়নের ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর