সব

দাফনের সময় বাবা-মাকে কাছে পায়নি জায়ান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 24th April 2019at 9:17 pm
65 Views

 

অনলাইন ডেস্কঃ বাবা-মায়ের স্পর্শ ছাড়াই চির নিদ্রায় শায়িত হলো ছোট্ট শিশু জায়ান। বুধবার আসরের নামাজের পর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

দাফনের সময় বাবা-মাকে কাছে পায়নি জায়ান। কারণ বোমা হামলায় গুরুতর আহত হয়ে শ্রীলঙ্কায় কলম্বোর একটি হাসপাতালের আইসিইউতে আছেন তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স। আর বাবার পাশে আছেন জায়ানের মা।

এর আগে বুধবার পৌনে ১টায় শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ছোট্ট জায়ানের মরদেহ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে জায়ানের মরদেহ গ্রহণ করেন সংসদ সদস্য শেখ সেলিম। এরপর তা বনানীর ২/এ’র ৯ নম্বর বাসায় নেওয়া হয়।


সর্বশেষ খবর