সব

শিল্পীর কল্পনায় খালেদা জিয়ার কারাজীবন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 25th April 2019at 6:46 pm
111 Views

 

অনলাইন ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারাজীবন নিয়ে পেন্সিলের আঁকা বেশ কিছু ছবি প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার গণমাধ্যম বেনার নিউজ। ‘রিবেল পিপার’ নামের ছদ্মনামী কার্টুনিস্টের আঁকা ছবিগুলি বুধবার (২৪ এপ্রিল) প্রকাশ করে বেনারনিউজ।

খালেদা জিয়ার সেই ছবি মুহূর্মতের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধীদলীয় নেতৃবৃন্দের বর্ণনা অনুযায়ী বেনারনিউজ খালেদা জিয়ার কারাজীবন দৃশ্যমান করার চেষ্টা করেছে।

বেনার নিউজ দাবি করছে, বিএনপি এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে খালেদা জিয়ার কারাজীবন নিয়ে স্কেচ তৈরি করেছেন ইলাস্ট্রেটর রেবেল পেপার।

কারাগারটির একজন সাবেক উপপরিদর্শক বেনার নিউজকে বলেন, সেখানে সাবেক এ প্রধানমন্ত্রীকে একটি টেবিল, দুটি চেয়ার দেয়া হয়েছে। এ ছাড়া একটি গ্লাস, পিরিচ, চিরুনি, টুথব্রাশ, টুথপ্লেট, সাবান ও শ্যাম্পুসহ অন্যান্য জিনিসও রয়েছে তার জন্য।

রেডিও ফ্রি এশিয়ার রাজনৈতিক কার্টুনিস্ট ওয়াং লিমিং ‘রিবেল পিপার’ ছদ্মনামে কার্টুন আঁকেন। খালেদা জিয়ার ছবি আঁকতে তাকে ঢাকা থেকে তথ্য দিয়ে সহায়তা করেছেন কামরান রেজা চৌধুরী।

দেখুন পেন্সিলে আঁকা খালেদা জিয়ার কারাজীবনের সেই ছবিগুলো- সূত্র কালের কন্ঠ

 


সর্বশেষ খবর