কংগ্রেস ঘোষণা মোদির বিরুদ্ধে লড়ছেন না প্রিয়াঙ্কা
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারাণসীতে প্রার্থী হবেন প্রিয়াঙ্কা গান্ধী, এতদিন এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু আজ কংগ্রেস ঘোষণা দিয়েছে , বারাণসী কেন্দ্রে প্রার্থী হচ্ছেন না প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে কংগ্রেসের প্রার্থী হবেন অজয় রাই।
কংগ্রেসের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীকে ‘ব্রঘমাস্ত্র’ বলে অভিহিত করা হয়েছিল। কিন্তু অবশেষে অন্যরকম সিদ্ধান্ত নিল কংগ্রেস।
এদিকে, রাহুল গান্ধীকে গত সপ্তাহে প্রশ্ন করা হয়েছিল, বারাণসীতে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে কি তার বোনকেই প্রার্থী করা হবে?
জবাবে রাহুল জানিয়েছিলেন, আমি বিষয়টি নিয়ে রহস্য রেখে দেবো। রহস্য সবসময় মন্দ জিনিস নয়।
অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী বলেছিলেন, দল যদি আমাকে চায়, তবেই বারাণসী থেকে প্রার্থী হবো।
জানুয়ারি মাসে প্রিয়াঙ্কা রাজনীতিতে যোগ দেন এবং উত্তরপ্রদেশে কংগ্রেসের প্রচারণার দায়িত্ব নেন। প্রিয়াঙ্কাকে পূর্ব-উত্তরপ্রদেশের দায়িত্বে দেওয়া হয়, এরই মধ্যে বারাণসীও রয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের জাতীয় নির্বাচনে কংগ্রেস প্রার্থী অজয় রাই ৭৫ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল প্রায় দুই লাখ ভোট পেয়ে ছিলেন দ্বিতীয় স্থানে । সে সময় কেউই নরেন্দ্র মোদির প্রাপ্ত ভোটের কাছাকাছিও যেতে পারেননি।
সূত্র : এনডিটিভি